Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রূপগঞ্জে ব্যবসায়ীকে হাতুড়িপেটা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ জুন, ২০১৮, ১২:০০ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন রজ্জব আলী নামে এক ব্যবসায়ীকে হাতুড়িপেটা করে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার জাঙ্গীর এলাকায় এ ঘটনা ঘটে।
আহত রজ্জব আলীর স্ত্রী হাসিনা বেগম জানান, একই এলাকার স্বীপনের সঙ্গে দীর্ঘ দিন ধরে তার স্বামী রজ্জব আলীর জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার সকালে চায়ের দোকানে বসে চা খাওয়ার সময় প্রতিপক্ষ স্বীপন, রিপন, নজরুল, জয়নাল, সেলিনা বেগম, মলিনা বেগম, জেসমিন, জুলেখা বেগম ও নাজমা বেগমসহ অজ্ঞাত ৪/৫ জন দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে রজ্জব আলীকে এলোপাথারিভাবে পিটাতে থাকে। এক পর্যায়ে রিপন ও জয়নাল হাতুরি লোহার রড দিয়ে রজ্জব আলীর মাথা আঘাত করে গুরুতর আহক করেন। এসময় প্রতিপক্ষ মলিনা রজ্জব আলীকে শ্বাসরোধে হত্যার চেষ্টা চালায়। এসময় প্রতিপক্ষের লোকজন রজ্জব আলীর কাছ থেকে ৫ হাজার ৪’শ টাকা ছিনিয়ে নিয়ে যায়। রজ্জব আলীর ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন বলে আজকের মতো বেঁচে গেলি এ বিষয় নিয়ে মামলা করলে হত্যা করে শীতলক্ষা নদীতে ভাসিয়ে দিবে বলে হুমকি ধামকি দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা রজ্জব আলীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্যবসায়ীকে


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ