Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

গরু ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই

আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

বগুড়ার আদমদীঘি উপজেলার সিংগাহার গ্রামের গরু ব্যবসায়ী এমদাদুল হকের পথরোধ করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছুরিকাঘাতে আহত গরু ব্যবসায়ী কে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, আদমদীঘির চাঁপাপুর ইউনিয়নের সিংগাহার গ্রামের রিয়াজ প্রামানিকের ছেলে গরু ব্যবসায়ী এমদাদুল হক (৪০) গত শুক্রবার নন্দীগ্রামের উমরপুর হাটে গরু বিক্রি করে বাড়ী ফিরার পথে মোহাম্মদ আলীর দোকানের সামনে পৌঁছলে রাত আনুমানিক ৮টার দিকে দৃবৃত্তরা তার পথরোধ করে হত্যার উদ্যেশ্যে এলোপাতাড়ি ড়–রিকাঘাত করে তার কাছে থাকা প্রায় ২ লাখ টাকা ছিনিয়ে নেয়। স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লে­ক্সে নেয়। এরপর তার অবস্থা অবনতি হলে ওই রাতেই তাকে বগুড়া শজিমেকে ভর্তি করা হয়। এ বিষয়ে চাঁপাপুর ইউনিয়নের চেয়ারম্যান অ্যাড. সামছুল হক সামের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি ঘটনার কথা নিশ্চিত করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ