Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইইউকে ভাঙার চেষ্টা করছে না রাশিয়া

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিলে স্বাক্ষর করলেন পুতিন

| প্রকাশের সময় : ৬ জুন, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্র ও দেশটির মিত্রদের বিরুদ্ধে একটি বিলে স্বাক্ষর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমিরি পুতিন। রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধ প্রতিরোধে এ পদক্ষেপ নিয়েছে রাশিয়া। পুতিনের স্বাক্ষরিত বিলের ক্ষমতাবলে, আমদানি-রফতানিতে নিয়ন্ত্রণ আরোপ করা এবং যে কোনো রাষ্ট্রের সঙ্গে আন্তর্জাতিক সহযোগিতা ছিন্ন করতে পারবে দেশটি। রাশিয়ার বিরুদ্ধে অবরোধ আরোপকারী ব্যক্তি ও প্রতিষ্ঠান বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে এই নতুন বিল পাস করা হয়েছে বলে সংবাদমাধ্যমে উল্লেখ করা হয়েছে। অপরদিকে, রাশিয়া ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) ভাঙার চেষ্টা করছে না মন্তব্য করেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ অস্ট্রিয়া সফরের আগ দিয়ে এ কথা বললেন পুতিন। অস্ট্রিয়া সফর হবে গত প্রায় এক বছরের মধ্যে পুতিনের প্রথম কোনো ইইউভুক্ত দেশ সফর। অস্ট্রিয়ার ওআরএফ স্টেশনকে পুতিন বলেন, তিনি একটি একত্রিত ও সমৃদ্ধ ইউরোপীয় ইউনিয়ন চান। এ সময় পুতিন ইইউ বøককে রাশিয়ার ‘গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও আর্থিক অংশীদার’ হিসেবে উল্লেখ করেন। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ