Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানে নির্বাচনে সেনাবাহিনী সংযত থাকবে

আমরা ব্যক্তির ওপর হামলা সহ্য করতে পারি, দেশের ওপর নয় : জে. গফুর

| প্রকাশের সময় : ৬ জুন, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পাকিস্তানের ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশান্সের (আইএসপিআর) ডিরেক্টর জেনারেল মেজর জেনারেল আসিফ গফুর সোমবার বড় ধরনের সংবাদ সম্মেলনে কথা বলেছেন। পাকিস্তান-ভারত সম্পর্ক, পশতুন তাহাফুজ আন্দোলন, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আসাদ দুররানির বিরুদ্ধে চলমান তদন্ত এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রচারণাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেন তিনি। সামরিক বাহিনীর বিরুদ্ধে বেশ কিছু সমালোচনা নিয়েও কথা বলেন সেনাবাহিনীর মুখপাত্র। এ সব সমালোচনার মধ্যে রয়েছে সেনাবাহিনী গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করে এবং তারা জঙ্গিবাদকে পৃষ্ঠপোষকতা করছেÑ এ ধরনের অভিযোগ। সেনাবাহিনীর মুখপাত্র বলেন, সেনাবাহিনী সংযম বজায় রাখবে যতক্ষণ সমালোচনা প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ থাকবে। কিন্তু মানুষ যদি রাষ্ট্রের বিরুদ্ধে সমালোচনা শুরু করে, তাহলে ব্যবস্থা নেবে সেনাবাহিনী। সেনাবাহিনীকে ‘খালাই মাখলুক’ বলা হছে, এ ব্যাপারে বক্তব্য জানতে চাওয়া হলে তিনি বলেন, এ ব্যাপারে তিনি মন্তব্য করবেন না। “তবে এর সাথে সম্পর্কিত একটা বিষয়ে মন্তব্য করবো আমি। পাকিস্তানে এখন কি পরিবেশ বিরাজ করছে আপনারা তা জানেন। এটা নির্বাচনের বছর। ২০১৮ হলো পরিবর্তনের বছর। রাজনৈতিক দলগুলো ক্ষমতার জন্য লড়াই করছে। এখানে লাভ-ক্ষতি তাদের মধ্যেই সীমিত থাকা উচিত। নিরাপত্তা বাহিনীকে এখানে টেনে আনা ঠিক হবে না। জেনারেল বাজওয়ার অধীনে সেনাবাহিনী সংযম চর্চা করছে বলে মনে হছে, এমন প্রশ্নের জবাবে মেজর জেনারেল গফুর বলেন, “পাকিস্তানের জন্য অনেক কিছুই আমরা সহ্য করছি। দেশের জন্য এটা আমরা সহ্য করে যাবো। যেদিন আমাদের মনে হবে যে, এই সমালোচনা পাকিস্তানের ক্ষতি করতে পারে, সেদিন আমরা চুপ থাকবো না। আমরা আমাদের ব্যক্তির উপর হামলা সহ্য করতে পারি, দেশের উপর নয়। আমি মনে করি এটুকু বলাই যথেষ্ট”। তিনি আরও বলেন, “নির্বাচন আয়োজনের বিষয়টি পুরোপুরি নির্বাচন কমিশনের বিষয়। তিনি বলেন, নির্বাচন কমিশন যদি আগামীকালই নির্বাচন করতে পারে, তাহলে সেটাই হোক। এগুলোর ব্যাপারে সেনাবাহিনীর কোন ভূমিকা নেই”। সাউথ এশিয়ান মনিটর।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ