Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফিরেছে কোস্টগার্ডের জাহাজ ‘তাজউদ্দীন’

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৫ জুন, ২০১৮, ১২:০০ এএম

ভারতে শুভেচ্ছা সফর শেষে ফিরে এসেছে বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনীর জাহাজ ‘তাজউদ্দীন’। গতকাল (সোমবার) বেলা ১১টায় জাহাজটি চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা ১৫ নম্বর ঘাটসংলগ্ন কোস্ট গার্ড জেটিতে নোঙর করে। এ সময় জাহাজটিকে কোস্ট গার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন এম ওয়াসিম মাকসুদ স্বাগত জানান। উপস্থিত ছিলেন পূর্ব জোনের সিজি বেইস চট্টগ্রামের অধিনায়ক কমান্ডার এসএম মঈন উদ্দিন। ভারতের উদ্দেশে গত ২২ মে চট্টগ্রাম ত্যাগ করেছিল জাহাজটি। জাহাজটিতে ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে ছিলেন কমডোর বশির উদ্দিন আহম্মেদ। অধিনায়ক ক্যাপ্টেন নাজমুল হাসানের নেতৃত্বে ১৪ জন কর্মকর্তা ও ১০৪ জন নাবিক ছিলেন। এ সফরের ফলে বাংলাদেশ ও ভারতীয় কোস্ট গার্ড তথা দুইদেশের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। ২০১৫ সালে বাংলাদেশ ও ভারত সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে প্রতিবছর উভয় দেশের কোস্ট গার্ডের জাহাজ দুই দেশে শুভেচ্ছা সফরে আসা-যাওয়া করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কোস্টগার্ড


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ