বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মীরসরাই উপজেলার বড় কমলদহ রুপসী ঝর্ণায় পা পিছলে পড়ে প্রাণ হারিয়েছে এক স্কুলছাত্র। নিহত বিজয় দাস জাফরাবাদ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী। স্কুলের প্রধান শিক্ষক উত্তম কুমার বড়–য়া জানান, গত শনিবার বিকেলে বন্ধুদের সাথে বেড়াতে বড় কমলদহ রুপসী ঝর্ণায় যায় বিজয়। সেখানে সে পাহাড়ী পথ বেয়ে উঠার সময় পা পিছলে ঝর্ণার কূপে পড়ে যায়। এসময় বিজয় ঝর্ণার পনিতে তলিয়ে গেলে বন্ধুরা সন্ধ্যা নাগাদ তার খোঁজ করতে থাকে। অবশেষে কোন হদিস না পেয়ে পরিবারকে খবর দিলে পরিবারের সদস্যরা সেখানে ছুটে যায়। পরে রাত ১০টায় বিজয়ের লাশ উদ্ধার করা হয়। নিহত বিজয় দুই ভাইয়ের মধ্যে ছোট। পুত্র হারিয়ে পিতা মানিক চন্দ্র দাস ও মা নীলিমা দাস শোকে পাথর হয়ে যান। এলাকায় নেমে আসে শোকের ছায়া।
এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিঠাছরায় গতকাল রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় কামাল উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। তিনি মহাসড়কের পাশের ফুড লাভার্স হোটেলের ম্যানেজার। স্থানীয় মিঠাছরা জেনারেল হাসপাতালের কর্মকর্তারা জানান, ট্রাকের ধাক্কায় গুরুতর আহত কামাল উদ্দিনকে হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের বাড়ি উপজেলার জনার্দনপুর গ্রামে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।