Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বদর যুদ্ধ ছিল সন্ত্রাসীদের উপর নির্যাতিত মানুষের চূড়ান্ত বিজয় -বিভিন্ন সংগঠনের আলোচনা সভায়-নেতৃবৃন্দ

| প্রকাশের সময় : ৩ জুন, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে বিভিন্ন সংগঠনের আলোচনা সভা ও ইফতার মাহফিলে নেতৃবৃন্দ বলেছেন, বদর যুদ্ধ ছিল সন্ত্রাসীদের উপর সমাজের নির্যাতিত নীপিড়িত মানুষের চূড়ান্ত বিজয়। এ বিজয়ের মাধ্যমে সমাজ থেকে সন্ত্রাস নির্মূল করে প্রতিষ্ঠিত হয়েছিল শান্তির ইসলাম। আজও সমাজ থেকে সন্ত্রাস, মাদক, দুর্নীতিসহ সকল অপরাধ প্রতিরোধে ইসলামী অনুশাসনের বিকল্প নেই। গতকাল শনিবার বিকেলে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন মিলনায়তনে ইসলামী ঐক্য আন্দোলন ঢাকা মহানগরীর উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিলে নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন। মহানগনরী আমীর মোস্তফা বশীরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আন্দোলনের আমীর ড. মওলানা মুহাম্মদ ঈসা শাহেদী।
আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচীব অধ্যাপক মওলানা এ টি এম হেমায়েত উদ্দীন, ইসলামী ঐক্য আন্দোলনের নায়েবে আমীর মওলানা রুহুল আমীন, সেক্রেটারী জেনারেল ড. মওলানা এনামুল হক আযাদ, এফবিসিসিআই এর পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী খন্দকার রুহুল আমীন, বাংলাদেশ মুসলিম লীগের মহাসচীব কাজী আবুল খায়ের, ইসলামী ঐক্য আন্দোলনের জয়েন্ট সেক্রেটারী অধ্যাপক মোস্তফা তারেকুল হাসান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মওলানা মুজিবুর রহমান হামিদী, খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক ড. মুস্তাফিজুর রহমান ফয়সাল, ইসলামী ঐক্য আন্দোলনের সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হুসাইন, মওলানা ফারুক আহমদ, অফিস সম্পাদক মওলানা আবু বকর সিদ্দিক, বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আব্দুর রহমান, ইসলামী ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আব্দুল আলীম প্রমূখ। আন্দোলনের আমীর ড. মওলানা মুহাম্মদ ঈসা শাহেদী বলেন, পবিত্র কুরআন নাযিলের মাস রমযানের শিক্ষায় উজ্জীবিত হয়ে আমাদেরকে কুরআন মজীদের শিক্ষার আলোকে সমাজ গড়ার শপথ নিতে হবে। রমযানে কৃচ্ছসাধনার মাধ্যমে আভ্যন্তরীণ শত্রæ নফসের বিরুদ্ধে সংগ্রামের পাশাপাশি আল্লাহর প্রকাশ্য দুশমনদের সাথে লড়াইয়ের জন্যও তৈরি হতে হবে। রমযানে পরিচালিত বদর যুদ্ধ ও মক্কা বিজয়ের ইতিহাস আমাদেরকে সে শিক্ষাই দিয়ে থাকে। রমযান শুরু হওয়ার সাথে সাথে মাদক বিরোধী অভিযান এবং গত রমযানে সন্ত্রাস বিরোধী অভিযান এ মাসের পবিত্রতা দারূণভাবে ক্ষুন্ন করেছে।
খেলাফত মজলিস
খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, একদলীয় কর্তৃত্ববাদী দু:শাসনের কারণে দেশে আইনের শাসন, মানবাধিকার আজ ভূলুন্ঠিত। দেশে ক্রসফায়রের নামে বিনাবিচারে মানুষ হত্যা, গুম, খুন, দুনীর্তির সয়লাব চলছে। মাদক কারবারে জড়িত রাঘব বোয়ালদের বাদ দিয়ে শুধু চুনোপুটিদের ধরে সমস্যার সমাধান হবে না। মানুষকে ধর্মীয় তথা কুরআন-হাদিসের শিক্ষায় শিক্ষিত করতে হবে। গতকাল জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জ-৩ এ খেলাফত মজলিস ঢাকা মহানগরী সভাপতি শেখ গোলাম আসগরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আজীজুল হকের পরিচালনায় অনুষ্ঠিত ঐতিহাসিক বদর দিবসের আলোচনা সভা ও ইফতার মাহফিলে ড. আহমদ আব্দুল কাদের একথা বলেন।
অন্যান্যের মধ্যে আলোচনা পেশ করেন কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য মাওলানা সাইয়েদ ফিরদাউস বিন ইসহাক, সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক আবদুল হালিম, মনির হোসাইন, শ্রমিক মজলিস সভাপতি হাজী নূর হোসেন, মাওলানা সাইফ উদ্দিন আহমদ খন্দকার, ওলামা বিষয়ক সম্পাদক মাওলানা মুফতি ওযায়ের আমিন, কলতাবাজার জামে মসজিদের খতিব মাওলানা উবায়দুল্লাহ মাজহারী।

 



 

Show all comments
  • Anisul Islam Mahmood ৩ জুন, ২০১৮, ১০:১৪ এএম says : 0
    Muslim ummah great victory from badar great fight.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ