Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চৌদ্দগ্রামে হাইওয়ে পুলিশ ও রিক্সা শ্রমিক সংঘর্ষ : আহত ১৫

চৌদ্দগ্রাম (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ জুন, ২০১৮, ১২:০০ এএম

কুমিল্লার চৌদ্দগ্রামে গতকাল শনিবার দুপুরে হাইওয়ে পুলিশ ও রিক্সা শ্রমিকের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে সংঘর্ষের ঘটনায় পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। পুলিশ, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল থেকে হাইওয়ে পুলিশের একটি দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ব্যাটারী চালিত রিক্সা আটক করে। ওই অভিযানের অংশ হিসেবে মহাসড়কের ঘোলপাশা ইউনিয়নের নোয়াপাড়া এলাকা প্রতিবন্ধি এক চালকের রিক্সা আটক করে। তবে প্রতিবন্ধী রিক্সা চালক ও এলাকাবাসীর দাবী মহাসড়কের নিচ থেকে তার রিক্সাটি আটক করে নিয়ে যাচ্ছিল পুলিশ। এসময় স্থানীয় লোকজন পুলিশকে অনুরোধ করে প্রতিবন্ধির রিক্সাটি ফেরৎ দেয়ার জন্য। এ নিয়ে পুলিশের সাথে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে ওই ইউনিয়নের চেয়ারম্যান কাজী জাফর আহম্মেদ মোটর সাইকেল যোগে তার কার্যালয়ে আসছিলেন। পুলিশ ও লোকজন দেখে দাড়িয়ে কথা বলছিলেন তিনি। এসময় পিছন থেকে পুলিশের গাড়ি এসে চেয়ারম্যানের মোটর সাইকেলটিকে স্বজোরে ধাক্কা দিয়ে এলাকাবাসীর উপর হামলা শুরু করে। এতে হাইওয়ে পুলিশের এ এস আই দুলাল, এস আই সিরাজুল ইসলাম, সার্জেন্ট আশিকুর রহমান, কনস্টেবল আবদুল্লাহ মহসিন, কনস্টেবল আবুল খায়ের, স্থানীয় আওয়ামীলীগ নেতা আবুল খায়ের, দেলোয়ার হোসেন, রিপন, সহিদসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। এ বিষয়ে হাইওয়ে পুলিশের মিয়া বাজার ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মন্জুরুল হক জানান, মহাসড়কের ব্যাটারী চালিত রিক্সা আটকের অভিযান চলাকালে ঘোলপাশা ইউনিয়নের নোয়াপাড়া এলাকা প্রতিবন্ধী চালকের একটি রিক্সা আটক করে কর্তব্যরত পুলিশ। পরে তিনি গিয়ে ওই রিক্সাটি ছেড়ে দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ