Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফেনীতে জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি: ২৫ লাখ টাকার স্বর্ণ লুট

ফেনী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ জুন, ২০১৮, ১২:০০ এএম

ফেনী শহরের বড় বাজারের চৌদ্দগ্রাম জুয়েলার্স থেকে রাতের আঁধারে ৫২ ভরি স্বর্ণ লুট করে নিয়ে গেছে চোরের দল। শুক্রবার রাতের কোন একসময় এ চুরির ঘটনা ঘটে বলে জানা গেছে। সরেজমিন পরিদর্শন ও চুরি হওয়া চৌদ্দগ্রাম জুয়েলার্সের মালিক মো. ইয়াছিন ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, পাশের ক্রোকারিজ দোকানের তালা ভেঙ্গে চোরের দল প্রথমে সেখানে প্রবেশ করে। এদিকে পাশের দোকানের ভিতরে দীর্ঘ সময় ধরে দেয়াল ভাঙলেও কেউ বিষয়টি টের পায়নি। আবার ক্রোকারিজ দোকানের মালপত্র অক্ষত থাকায় অনেকে দোকানের মালিক হেলাল উদ্দীন শাহীনকে সন্দেহ করছে। আবার তার দোকানে সিসি ক্যামেরা লাগানো থাকলেও চোরেরা তা নিয়ে গেছে বলে তিনি দাবী করেছে। এদিকে খবর পেয়ে চুরি যাওয়া দোকানটি ফেনী মডেল থানার ওসি রাশেদ খান চৌধুরী সরেজমিন পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছেন। চোরের দলকে গ্রেফতারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে বলে তিনি মালিক পক্ষ ও ব্যবসায়ীদের আশ্বস্ত করেছেন। এ ব্যাপারে ফেনী মডেল থানায় জুয়েলারি দোকানের মালিক মো. এয়াছিন বাদি হয়ে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ