রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গোপালগঞ্জের কোটালীপাড়ায় এলাকার ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধারের বিশেষ অভিযানে ইয়াবা নিয়ে সাবেক কাউন্সিলর আরিফ সহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ও বৃহস্পতিবার রাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার রাতে কোটালীপাড়া থানার এস আই সুজিৎ কুমার দাস, এস আই হাদি আব্দুল্লাহ, এ এস আই কামরুজ্জামান, এ এস আই খয়বর আলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলা সদরের পশ্চিমপাড়া দিগন্ত পরিবহন কাউন্টারের সামনে থেকে আরিফ শেখ (৩৮) কে গ্রেফতার করে এ সময় তার কাছ থেকে ৮ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, অপরদিকে উপজেলার টুপরিয়া ব্রিজের দক্ষিণ পাশের রাস্তা থেকে আলী আকবর শেখ ওরফে আরিফ (৩৬) কে গ্রেফতার করে তার কাছ থেকে ৩ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, আরিফ পৌরসভার ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পশ্চিমপাড়ার আবু তালেব শেখের ছেলে, আলী আকবর শেখ আরিফ টুপরিয়া গ্রামের মৃত মাজেদ শেখের ছেলে। এদিকে বৃহস্পতিবার রাতে ভাঙ্গারহাট নৌ-তদন্ত কেন্দ্রের এস আই দিদার হোসেন, এ এস আই মহিদুল ইসলাম, সাদেকুর রহমান অভিযান চালিয়ে ভাঙ্গারহাট বাজারের পূর্ব পাশের রাস্তা থেকে আশিক ঘর্জা (২৪) ও শ্যামল হালদার (২৮) কে গ্রেফতার করে তাদের কাছ থেকে ৩ পিচ ইয়াবা ট্যবলেট ও ২০ গ্রাম গাজা উদ্ধার করা হয়। আশিক নারকেলবাড়ী গ্রামের বাবুল ঘর্জার ছেলে এবং শ্যামল একই গ্রামের ধীরেন হালদারের ছেলে। তাদের বিরুদ্ধে কোটালীপাড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক পৃথক ৩টি মামলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।