Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিরস্ত্রীকরণ চুক্তির সম্ভাবনা নিয়ে সংশয়ী ট্রাম্প

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ জুন, ২০১৮, ১২:০০ এএম

পারমাণবিক নিরস্ত্রীকরণ প্রশ্নে উত্তর কোরিয়াকে সহসা চুক্তিতে রাজি করানোর প্রশ্নে সংশয় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প নজিরবিহীন বৈঠকের আশা পোষণ করলেও প্রত্যাশিত লক্ষ্যে পৌঁছাতে আরও সময় লাগতে পারে বলে মন্তব্য করেছেন। ১২ জুন সিঙ্গাপুরে ওই বৈঠক অনুষ্ঠিত হবে। ট্রাম্পের ধারণা বৈঠকে সাফল্য এলেও নিরস্ত্রীকরণ প্রশ্নে সম্মত হতে একাধিক বৈঠকের প্রয়োজন হবে। উত্তর কোরীয় নেতার শীর্ষ সহযোগী কিম ইয়ং চোলের হোয়াইট হাউস সফরকে সামনে রেখে বৃহস্পতিবার এসব কথা বলেন ট্রাম্প। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী ১২ জুন সিঙ্গাপুরে ট্রাম্প ও কিমের মধ্যে বৈঠক হওয়ার কথা থাকলেও ২৪ মে উনের সঙ্গে বৈঠকটি বাতিলের ঘোষণা দেন ট্রাম্প। অপর এক খবরে বলা হয়, বৃহস্পতিবার নিউইয়র্কে কিম জং উনের ‘ডান হাত’ খ্যাত কিম ইয়ং চলের সঙ্গে বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। পরে এক সংবাদ সম্মেলনে পম্পেও বলেন, কিম জং উনের সঙ্গে দ্রুতই একটি চুক্তিতে পৌছানোর বিষয়ে আশা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, দুই নেতাকে বৈঠকে আনার ক্ষেত্রে তারা প্রকৃতপক্ষেই অনেক অগ্রগতি অর্জন করেছেন। যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার সম্পর্ক বর্তমানে একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। সম্পর্ক উন্নয়নে এটা বড় সুযোগ। এই সুযোগ নষ্ট করলে তা হবে খুবই দুঃখজনক। ধারণা করা হচ্ছে, এক সাক্ষাতেই এ চুক্তি হয়ে যাবে। কিন্তু অনেক সময় পরিকল্পনা অনুযায়ী সবকিছু ঘটে না। এটা এমন একটি প্রক্রিয়া যাতে বহু দিন ও সপ্তাহ লেগে যেতে পারে। তবে এক সময় তা অবশ্যই হবে। উত্তর কোরিয়ার দূতের সঙ্গে বৈঠক ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি বলেন, পিয়ংইয়ংয়ের সঙ্গে পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তি করার জন্য একাধিক বৈঠকের প্রয়োজন হতে পারে। সিএনএন, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ