Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিদ্বেষপূর্ণ সম্পর্কের অবসান চান কিম

পরমাণু নিরস্ত্রীকরণ ট্রাম্পের প্রথম মেয়াদেই শেষ হবে

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

উত্তর কোরিয়া প্রথমবারের মত কোরিয়া উপদ্বীপে পরমাণু নিরস্ত্রীকরণের সময়সীমা নির্ধারণ করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতার প্রথম মেয়াদের মধ্যেই পরমাণু নিরস্ত্রীকরণের কাজ শেষ করতে চান বলে ঘোষণা দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইনের সঙ্গে তৃতীয় আরেকটি বৈঠক করতেও কিম সম্মত হয়েছেন তারা। বৃহস্পতিবার একথা জানিয়েছেন সিউলের কর্মকর্তারা। দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদেরকে কিম বলেছেন, মার্কিন প্রেসিডেন্টের ওপর তার ‘অটুট’ বিশ্বাস আছে। ২০২১ সালের শুরুর দিকে ট্রাম্পের ক্ষমতার প্রথম মেয়াদ শেষের আগেই তিনি নিরস্ত্রীকরণ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদ্বেষপূর্ণ সম্পর্কের অবসান চান। প্রসঙ্গত, গত বুধবার কিমের সঙ্গে বৈঠক করেছে দক্ষিণ কোরিয়ার একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল। এ বৈঠকের পরই দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা চুং-ইউই-ইয়ং জানিয়েছেন, উত্তর কোরিয়ার নেতা কিম ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন আগামী ১৮-২০ সেপ্টেম্বরে পিয়ংইয়ংয়ে বৈঠক করবেন। বৈঠকে উত্তর কোরিয়ার নিরস্ত্রীকরণের পথে ‘বাস্তবিক কিছু পদক্ষেপ’ নিয়ে আলোচনা হবে। উত্তর কোরিয়া নিরস্ত্রীকরণে যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গতমাসে দেশটিতে পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সফর বাতিল করলে দু’দেশের মধ্যে সম্পর্ক শীতল হয়ে পড়ে। এ পরিস্থিতিতে সেপ্টেম্বরে উত্তর ও দক্ষিণ কোরিয়ার দুই নেতার মধ্যে অনুষ্ঠেয় বৈঠকটি আবার ওয়াশিংটন ও পিয়ংইয়ংয়ের মধ্যে পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনায় গতি সঞ্চার করবে বলে আশা করা হচ্ছে। রয়টার্স, বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পরমাণু নিরস্ত্রীকরণ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ