Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভেটো দেবে যুক্তরাষ্ট্র

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ জুন, ২০১৮, ১২:০০ এএম

গাজা ও পশ্চিম তীরে ফিলিস্তিনি নাগরিকদের রক্ষার আহ্বান জানিয়ে প্রস্তুত করা জাতিসংঘের একটি খসড়া প্রস্তাবে যুক্তরাষ্ট্র ‘অবিসংবাদিতভাবে ভেটো’ দেবে। শুক্রবার নিরাপত্তা পরিষদে ভোটাভুটির প্রাক্কালে মার্কিন রাষ্ট্রদূত নিক্কি হ্যালি এ কথা জানান। হ্যালি আরব দেশগুলোর পক্ষ থেকে কুয়েত উত্থাপিত এ প্রস্তাবকে একেবারেই এক পাক্ষিক হিসেবে অভিহিত করে বলেন, এটা নৈতিকভাবে অগ্রহণযোগ্য। প্রস্তাবটি ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে চলা শান্তি প্রচেষ্টাকে ব্যাহত করবে। শুক্রবার বিকেল ৩টায় এ ভোট হওয়ার কথা রয়েছে। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ