Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইইউতে তুরস্কের যোগ দেয়ার বিরুদ্ধে ভেটো দেবে ব্রিটেন

প্রকাশের সময় : ২৪ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইউরোপীয় ইউনিয়নে তুরস্ক আদৌ যোগ দিতে পারবে কিনা সে বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। তিনি বলেছেন, এ জোটে অন্য দেশের অন্তর্ভুক্তির বিরুদ্ধে ভেটো ক্ষমতা রয়েছে ব্রিটেনের হাতে। ক্যামেরন বলেন, ইউরোপীয় ইউনিয়নে তুরস্কের যোগ দেয়ার বিষয়টি তার নিজের ইচ্ছার ওপর নির্ভরশীল নয়। যদি কোনো সম্ভাবনা থেকেও থাকে তবে তুরস্ক যে গতিতে এগোচ্ছে তাতে কয়েক দশক লেগে যাবে। আর যদি এটি হয়-ই তবে আমরা না বলে দিতে পারব। উল্লেখ্য, তুরস্ক ১৯৬৩ সালে সর্বপ্রথম ইউরোপীয় অর্থনৈতিক কমিটিতে যোগ দেয়ার জন্য পদক্ষেপ নেয় এবং ১৯৮৭ সালে ইউরোপীয় কমিশনে যোগ দেয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করে। কিন্তু এ পর্যন্ত ইউরোপীয় কমিশন বা ইউরোপীয় ইউনিয়নে যোগ দিতে সক্ষম হয়নি। ইউরোপের দেশগুলো বলে আসছে, বাকস্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতাসহ অনেক কিছুতে এখনো তুরস্ক ইউরোপের মানে পৌঁছাতে পারেনি। ব্রিটিশ মন্ত্রিসভার সদস্য পেনি মরডন্ট সম্প্রতি বলেছেন, ব্রিটেন ইউরোপীয় ইউনিয়নের গুরুত্বপূর্ণ সদস্য দেশ হওয়ার পরও তার হাতে ভেটো অধিকার নেই। বিবিসি।



 

Show all comments
  • HANNAN ২৪ মে, ২০১৬, ৫:২৯ পিএম says : 0
    WHAT,S RELATION HEAD LINE
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইইউতে তুরস্কের যোগ দেয়ার বিরুদ্ধে ভেটো দেবে ব্রিটেন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ