Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রামগড়ে বিজিবি’র ইফতার ও দোয়া মাহফিল

রামগড় (খাগড়াছড়ি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ জুন, ২০১৮, ১২:০০ এএম

রামগড় ৪৩ বর্ডার র্গাড ব্যাটালিয়ন রামগড় জোন এর ইফতার ও দোয়া মাহফিল বৃহঃবার সৈনিক মেসে অনুষ্ঠিত হয়। ৪৩ বিজিবির নবাগত জোন অধিনায়ক লেঃ কর্ণেল নুরুজ্জামান জি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুজ্জামান। এতে আরো উপস্থিত ছিলেন ১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি অধিনায়ক লে: কর্ণেল রুবায়েত মাহমুদ হাসীব, পলাশপুর ৪০ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল কামরুল হাসান, যামিনীপাড়া ২৩ বিজিবি অধিনায়ক মাহমুদুল হক, গুইমারা বিজিবি হাসপাতাল এর ভারপ্রাপ্ত অধিনায়ক লে: কর্ণেল সাঈদ, গুইমারা বিজিবি সেক্টরের জিটু আব্দুল হামিদ, উপ- অধিনায়ক মেজর হুমায়ুন কবীর, উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম ভূইয়া, পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা জুলফিকার আলী ফিরোজ, হর্টিকালচার সেন্টার এর ডিডি মিজানুর রহমান, ইউএনও আল-মামুন মিয়া, পৌর মেয়র মোহাম্মদ শাহজাহান, ভাইস চেয়ারম্যান আবদুল কাদের, ওসি তারেক মোহাম্মদ আব্দুল হান্নান, ব্যাটালিয়নের সকল কোম্পানী কমান্ডার, জোন এসিও, সৈনিক, স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ প্রমূখ। এসময় দেশ ও জাতির সুখ-শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিজিবি মসজিদের পেশ ইমাম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিজিবি’র


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ