Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বরিশাল বোর্ড এসএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে ১৪০ জনের ফল পরিবর্তন, আরো ১১ জন জিপিএ ৫ পেয়েছে

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ১ জুন, ২০১৮, ১২:০০ এএম

বরিশঅল শিক্ষা বোর্ডের চলতি বছরের এসএসসি’র ফলাফল পুনঃমূল্যায়নে ১৪০ পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে আগে ফেল করা ১৭জন পরীক্ষার্থী পাস করেছে। গতকাল(বৃহস্পতিবার) পুনঃমূল্যায়নের এ ফল প্রকাশ করা হয়। বরিশাল বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আনোয়ারুল আজিম সাংবাদিকদের জানান, গত ৬ মে চলতি বছরের এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়। প্রকাশিত ফলে সন্তুষ্ট হতে না পেরে ১০ হাজার ৭৯৯ জন পরীক্ষার্থী বিভিন্ন বিষয়ের উত্তরপত্র পুনঃমূল্যায়নের জন্য মোট ২২ হাজার ১৫২টি আবেদন করেন।
পুনঃমূল্যায়নে মোট ১৪০ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়। আগে প্রকাশিত ফলে অকৃতকার্য ১৭ পরীক্ষার্থী পুনঃমূল্যায়নে পাশ করেছে। আরও ১১ জন পরীক্ষার্থী জিপিএ-৫ এ উন্নীত হয়েছে। অঅরো বেশ কিছু ছাত্র-ছাত্রীর গ্রেড পরিবর্তন হয়েছে বলেও জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পরীক্ষার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ