পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
সাফল্যের ধারা বজায় রেখে ২০ তম বছরে পা দিয়েছে বেসরকারি মার্কেন্টাইল ব্যাংক। এই ধারা বজায় রেখে চলতি বছরের মধ্যে পৃথক সাবসিডিয়ারি প্রতিষ্ঠান মোবাইল ব্যাংকিং কোম্পানি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটি। গতকাল বুধবার রাজধানীর মতিঝিলে মার্কেন্টাইল ব্যাংকের প্রধান কার্যালয়ে এই সিদ্ধান্তের কথা জানান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী মসিহুর রহমান। কাজী মসিহুর রহমান বলেন, আমরা ব্যাংকের টেকসই প্রবৃদ্ধি ধরে রাখতে পেরেছি। ফলে মুনাফা বেড়েছে। খেলাপি ঋণ (এনপিএল) কমিয়ে আনতে পেরেছি। অনুষ্ঠানে ব্যাংকের সার্বিক চিত্র তুলে ধরে বলা হয়, ৩১ মার্চ পর্যন্ত ব্যাংকে মোট আমানত রয়েছে ২১ হাজার ৬৯৭ কোটি টাকা ও ঋণ বিতরণ করা হয়েছে ২০ হাজার ৩০১ কোটি টাকা। এই সময়ে পরিচালন মুনাফা হয়েছে ১৬৭ কোটি টাকা। ব্যাংকটির ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এম আমানউল্লাহ বলেন, দক্ষ ম্যানেজমেন্ট দ্বারা ব্যাংকটা সঠিকভাবে পরিচালিত হচ্ছে। এ সময় ব্যাংকের ভাইস চেয়ারম্যান ফিরোজ আলম বলেন, স¤প্রতি ব্যাংকের বেশ কিছু ঘটনায় ব্যাংক খাত একটু চ্যালেঞ্জের মধ্য দিয়ে গেছে। এতে ব্যাংকের শেয়ারের দরেও অনেক প্রভাব পড়েছে। ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ফিরোজ আলম বলেন, মার্কেন্টাইল ব্যাংকের অর্থায়নে রাজধানীর উত্তরায় একটি হাসপাতাল করা হবে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক আকরাম হোসেন, মোহাম্মদ সেলিম, মোশাররফ হোসেন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুল ইসলাম চৌধুরী, মতিউল হাসান, উপব্যবস্থাপনা পরিচালক জিডবিøউএম মোর্তজা, মো. জাকির হোসাইন এবং আদিল রায়হান প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।