পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
মোবাইল ব্যাংকিং সেবায় (এমএফএস) ব্যক্তি পর্যায়ে সর্বোচ্চ মাসিক লেনদেনের সীমা দুই লাখ অপরিবর্তিত রাখা হয়েছে। গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।
সরকার করোনা মহামারির কারণে চলাচলে বিধিনিষেধ আরোপের পর গত ৪ এপ্রিল মোবাইল ব্যাংকিংয়ে মাসিক লেনদেন সীমা ৭৫ হাজার টাকা থেকে বাড়িয়ে দুই লাখ টাকা করা হয়েছিল। তবে, মোবাইল ব্যাংকিংয়ে কোন চার্জ ছাড়াই ৪০ হাজার টাকা লেনদেনের সুযোগ তুলে নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা জানান, সরকার সম্প্রতি স্বাভাবিক অর্থনৈতিক কর্মকান্ড আবার চালু করায়, এ সুবিধা তুলে নেয়া হয়েছে।
এখন থেকে এমএফএস সেবা প্রদানকারীরা তাদের ব্যবসায়িক নীতি অনুযায়ী চার্জ আরোপ করতে পারবে বলে জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।