Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নির্বাচনে বিএনপিসহ সব দলের অংশগ্রহণের পরিবেশ সৃষ্টি করুন -মেয়র সাক্কু

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ মে, ২০১৮, ১২:০০ এএম

কুমিল্লা সিটি করপোরেশন মেয়র মনিরুল হক সাক্কু বলেছেন- মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার ও দেশে রাজনীতির শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি এবং আগামী জাতীয় নির্বাচনে বিএনপিসহ সব দলের অংশগ্রহণের পরিবেশ সৃষ্টি করতে হবে। দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপিকে বাইরে রেখে কোনদিনও গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না। অথচ বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে নির্বাচনের নীলনকশা তৈরি হচ্ছে। এদেশের গণতন্ত্রকামী মানুষ কোনভাবেই খালেদা জিয়া ছাড়া নির্বাচন মেনে নেবেনা। গতকাল বুধবার বিকেলে কুমিল্লা শহরের কান্দিরপাড়ে বিএনপি দলীয় কার্যালয়ে মহানগর ও দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৭তম শাহাদাত বার্ষিকী ও ইফতার মাহফিলের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সৈয়দ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও শহর বিএনপির সাবেক সভাপতি আবদুর রউফ চৌধুরী ফারুকের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিএনপি নেতা অ্যাডভোকেট আতিকুল ইসলাম, অ্যাডভোকেট কাইমুল হক রিংকু, হাজী আবদুস সালাম মাসুক, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু। বক্তারা বলেন, জিয়াউর রহমানকে হত্যার মধ্যদিয়ে দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল। কুমিল্লা টাউনহলে অনুষ্ঠান করার অনুমতি দেয়ার পর আবার না করে দেয়া হয়েছে। এসব কিসের আলামত? শহীদ জিয়ার ৩৭তম শাহাদাত বার্ষিকীতে দলের নেতাকর্মীরা শপথ করছে- বেগম খালেদা জিয়ার মুক্তিসহ আগামীদিনের আন্দোলন সংগ্রামে মেয়র মনিরুল হক সাক্কুর নেতৃত্বে সবাই একসাথে রাজপথে থাকবে। আলোচনা শেষে দোয়া অনুষ্ঠিত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্বাচনে


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ