Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় ভাষা নিয়ে কোনো আপস নয় : আনোয়ার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ মে, ২০১৮, ১২:০০ এএম

মালয়েশিয়ার জাতীয় ভাষা হিসেবে ‘বাহাসা মেলায়া’র অবস্থান নিয়ে কোনো মহলের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না বলে জানিয়েছেন ‘পিআরকে’ নেতা দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। রাষ্ট্রীয় সকল কাজে দেশটির জাতীয় ভাষাকে সমুন্নত রাখার ব্যাপারে পাকাতান হারাপান জোট আশ্বাস দিয়েছে বলে তিনি জানান। মঙ্গলবার দেশটির কাম্পাঙয়ে একটি অনুষ্ঠিত তিনি এসব কথা বলেন। ইব্রাহিম জানান, ‘বাহাসা মেলায়া’ ভাষার অবস্থান নিয়ে কয়েকটি রাজনৈতিক দলের উদ্বেগের পর পিএইচ’র পক্ষ থেকে এই আশ্বাস দেয়া হয়েছে। আনোয়ার বলেন, ‘ফেডারেল বা রাজ্য পর্যায়ের সকল আনুষ্ঠানিক কার্যক্রমে জাতীয় ভাষাকে প্রাধান্য দেয়া হবে।’ তিনি আরো বলেন, ‘যাইহোক, আমরা যদি সফল হতে চাই এবং ইংরেজি ভাষায় আমাদের দখল শক্তিশালী করতে চাই, সেজন্য আমাদের অবশ্যই খোলা মনের অধিকারী হতে হবে।’ নিউ স্ট্রেইট টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয়


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ