Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিখোঁজ বিমানের অনুসন্ধান ফের শুরু করা হতে পারে : মাহাথির

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ মে, ২০১৮, ১২:০০ এএম

নতুন কোনো প্রমাণ পাওয়া গেলে রহস্যময়ভাবে নিখোঁজ হয়ে যাওয়া যাত্রীবাহী উড়োজাহাজ ফ্লাইট এমএইচ৩৭০-র অনুসন্ধান ফের শুরু করা হতে পারে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। বুধবার পুত্রাজায়ায় এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের। সংবাদ সম্মেলনে মাহাথির বলেন, আমরা খুঁজে পাচ্ছি না, এমন একটি জিনিসের জন্য অনুসন্ধান এক পর্যায়ে বন্ধ করতে হয়। যদি আমরা নতুন কোনো তথ্য পাই, তাহলে ফের অনুসন্ধান শুরু করতেও পারি আমরা। ২০১৪ সালের ৮ মার্চ কুয়ালালামপুর থেকে বেইজিংয়ে যাওয়ার পথে মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট এমএইচ৩৭০ উড়োজাহাজটি ২৩৯ জন আরোহী নিয়ে উধাও হয়ে যায়। তারপর থেকে গত চার বছর ধরে ব্যাপক অনুসন্ধানের পরও উড়োজাহাজটির বা এর ধ্বংসাবশেষের কোনো হদিস পাওয়া যায়নি। মঙ্গলবার নিখোঁজ ওই উড়োজাহাজটি অনুসন্ধানের সর্বশেষ বেসরকারি প্রচেষ্টায়ও ইতি টানা হয়। ব্যক্তিগতভাবে সংগ্রহ করা তহবিলের সমর্থন নিয়ে যুক্তরাষ্ট্র ভিত্তিক কোম্পানি ‘ওসান ইনফিনিটি’এ অনুসন্ধান চালাচ্ছিল। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ