Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রিজ চাই

চিঠিপত্র

| প্রকাশের সময় : ২৯ মে, ২০১৮, ৮:৫৪ পিএম


পিরোজপুরের পাশেই হুলারহাট। এই হুলারহাটের পাশ থেকে বয়ে গেছে কচা নদী। কচার ওপরে ব্রিজ না থাকায় ঢাকা, বরিশাল, ঝালকাঠি, খুলনা, পটুয়াখালী, বরগুনা, কুয়াকাটাসহ বিভিন্ন স্থানের যানবাহনগুলোকে পিরোজপুরে আসতে এবং পিরোজপুর থেকে ওই সব স্থানে যেতে ফেরি পারাপারের মাধ্যমে চলাচল করতে হয়। মাঝেমধ্যে কচা নদীতে ফেরি বিকলও হয়ে পড়ে। তখন যানবাহনগুলো পারাপারে বাধা সৃষ্টি হয়। এ যেন এক চরম দুর্ভোগ। কচা নদীর ওপর ব্রিজ স্থাপিত হলে এ দুর্ভোগের অবসান ঘটবে বলে আমরা মনে করি। সংশ্লিষ্ট বিভাগ এ ব্যাপারে উদ্যোগী হয়ে কচা নদীর ওপর অবিলম্বে ব্রিজ নির্মাণ করবে বলে আশা রাখি।
লিয়াকত হোসেন খোকন
রূপনগর, ঢাকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন