Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শীর্ষ সন্ত্রাসী জিয়াউর শিকদার আটক

নড়াইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ মে, ২০১৮, ১২:০০ এএম

নড়াইলে শীর্ষ সন্ত্রাসী জিয়াউর শিকদার জিয়া (৩৬)কে অস্ত্র ও গুলিসহ আটক করেছে পুলিশ। গত রোববার রাত দেড়টার দিকে লোহাগড়া উপজেলার মঙ্গলহাট এলাকায় কলাগাছের গর্ত থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এর আগে লোহাগড়ার সরকারপাড়া থেকে জিয়াকে আটক করে পুলিশ। জিয়া লোহাগড়া উপজেলার মঙ্গলহাটা গ্রামের আকরাম শিকদারের ছেলে।
লোহাগড়া থানার এসআই জাফর জানান, পুলিশের (ডিএসবি)’র তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী জিয়াউর শিকদার জিয়াকে প্রথমে লোহাগড়ার সরকারপাড়া থেকে আটক করা হয়। তার স্বীকারোক্তি মোতাবেক মঙ্গলহাটার নবনির্মিত পোস্ট অফিসের পেছনে কলাগাছের গর্তে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি দেশিয় তৈরি সাটারগান ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। জিয়াউরের নামে লোহাগড়া থানায় চাঁদাবাজিসহ অন্তত পাঁচটি মামলা রয়েছে। এছাড়া জিয়া মাদক কারবারের সঙ্গে জড়িত। সোমবার সকালে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শীর্ষ সন্ত্রাসী

২৫ অক্টোবর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ