বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামের দ্বীপ উপজেলা স›দ্বীপে শীর্ষ সন্ত্রাসী মনির হোসেন ওরফে কালা মনিরের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল (সোমবার) সকালে উপজেলার রহমতপুর বেড়িবাঁধ এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। থানার ওসি মোঃ শাহজাহান ইনকিলাবকে জানান, ভোরে দুই পক্ষের মধ্যে গুলি বিনিময়ে মারা যায় মনির। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে।
ঘটনাস্থল থেকে একটি বন্দুক, একটি এলজি, পাঁচ রাউন্ড গুলি ও ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি। ওসি বলেন, থানার তালিকাভুক্ত এক নম্বর আসামি মনিরের বিরুদ্ধে খুন, অস্ত্রবাজিসহ বিভিন্ন অভিযোগে ১৪টি মামলা রয়েছে। গত ২৫ অক্টোবর তার বাড়ি থেকে একটি অস্ত্র তৈরির কারখানা উদ্ধারের পর সে পলাতক ছিল। এলাকায় ফিরে আসলে প্রতিপক্ষ সন্ত্রাসীদের সাথে গোলাগুলিতে সে মারা যেতে পারে বলে জানান ওসি।
অস্ত্র কারখানা থেকে অস্ত্র তৈরির কারিগর সাইফুল (২৮) ও মনিরের স্ত্রী হীরামনি প্রিয়াকে (২১) তখন গ্রেফতার করা হয়। তবে সে থেকে পলাতক ছিলেন মনির। ওই কারখানা থেকে পাইপগান, শর্টগান, কার্টার, দেশি বন্দুকসহ প্রায় ২০টির বেশি অস্ত্র উদ্ধার করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।