Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১২টি চোরাই মোটরসাইকেল উদ্ধার

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ২৯ মে, ২০১৮, ১২:০০ এএম

বগুড়ার শাজাহানপুর থানার পুলিশ ২৪ ঘণ্টার ঝটিকা অভিযানে ১২টি চোরাই মটর সাইকেল উদ্ধার ও আন্তঃজেলা চোরাই চক্রের ২ হোতা মান্না ও রাজু মিয়াকে গ্রেফতার করেছে। গতকাল সোমবার দুপুর বেলা ২টায় বগুড়া পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এক প্রেস ব্রিফিংএ পুলিশ সুপার আলী আশরাফ ভুঁইয়া বিপিএম এই উদ্ধার অভিযানের বর্ণনা দিয়ে জানান, বগুড়ার শাজাহানপুরের বনানীতে একটি মোটর সাইকেল চুরির মামলার সূত্র ধরে ২৬ মে তদন্তকারী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই উত্তর পাড়ার মান্নান (পিতা, জালাল সরকার) এর হেফাজত থেকে চোরাই মটর সাইকেলটি উদ্ধার করেন। তবে মামলাল তদন্তকারী কর্মকর্তা এখানেই থেমে না থেকে মান্নানকে ব্যপকভাবে জেরা করে তার স্বীকারোক্তি অনুযায়ি সাঘাটা উপজেলার রাজু মিয়া ( পিতা, মিঠু মিয়া) কেও গ্রেফতার করেন। পরে দু’জনের স্বীকারোক্তি অনুযায়ি গত ২৪ ঘণ্টায় বিভিন্ন এলাকার তাদের শেল্টার থেকে মোটর ১২টি ডিসকোভার, পালসার, সিটি প্লাটিনা ব্রান্ডের মোটর সাইকেল উদ্ধার করেন। মান্নান ও রাজু দুজনই আন্তঃজেলা চোর দলের হোতা বলে স্বীকার করেছে পুলিশের কাছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চোরাই

১৩ এপ্রিল, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ