বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ইফতার পার্টিতে অভ্যন্তরীণ বিষয় নিয়ে জেলা আ.লীগের সাধারণ সম্পাদকের দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে বিবাদমান দুই গ্রুপের মধ্যে তুমুল হট্টগোলের ঘটনা ঘটেছে। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসনের এক কর্মকর্তা ও সংবাদকর্মীদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। গত রোববার সন্ধ্যায় জয়পুরহাটের ক্ষেতলালে স্থানীয় প্রেসক্লাব আয়োজিত ইফতার পার্টিতে স্থানীয় আ.লীগের দুইগ্রুপের মধ্যে হট্টগোলের এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত রোববার সন্ধ্যায় ক্ষেতলাল উপজেলা অডিটরিয়ামে ইফতার পার্টির আয়োজন করে স্থানীয় সংবাদকর্মীদের সংগঠন ক্ষেতলাল প্রেসক্লাব। অনুষ্ঠানে জেলা উপজেলার বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ, স্থানীয় সুধীমহল, প্রশাসনিক কর্মকর্তাসহ রাজনৈতিক নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানানো হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত হওয়ার পর শুরুতেই বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা আ.লীগের সাধারণ সম্পাদক এসএম সোলায়মান আলী। এ সময় তিনি অপ্রাসঙ্গিকভাবে ক্ষেতলাল উপজেলা আ.লীগের সভাপতি পদের বৈধতা নিয়ে বক্তব্য দেওয়া শুরু করলে প্রতিপক্ষ উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মজিদ মোল্লা প্রতিবাদ করেন। এ নিয়ে উভয় পক্ষ দ্ব›েদ্ব জড়িয়ে পড়লে তুমুল হট্টগোল শুরু হয়। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক আ.ত.ম আব্দুল্লাহেল বাকী এবং আয়োজক সংবাদকর্মীদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। ক্ষেতলাল প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুজ্জামান নাদিম বলেন,‘জেলা আ.লীগের সাধারণ সম্পাদক এসএম সোলায়মান আলী অপ্রাসঙ্গিকভাবে ক্ষেতলাল উপজেলা আ.লীগের সভাপতির পদ নিয়ে বক্তব্য শুরু করলে হট্টগোলের ঘটনা ঘটে। পরে এ নিয়ে উপজেলা আ.লীগের একাংশের সভাপতি আব্দুল মজিদ মোল্লা এবং অপরাংশের সভাপতি তাইফুল ইসলামের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ও হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।