Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ মে, ২০১৮, ১২:০০ এএম

আগামীকাল থেকে শুরু হচ্ছে জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপের চুড়ান্ত পর্ব। এই পর্বে সাত ভেন্যুর সাত চ্যাম্পিয়ন ও একটি সেরা রানার্সআপ দল অংশ নেবে। রমজানের মধ্যেই টুর্নামেন্টের খেলা শেষ করতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারী দলগুলো হলো: ‘ক’ গ্রæপ- চট্টগ্রামের মেরিন একাডেমী স্কুল এন্ড কলেজ, বরিশালের ব্যাপ্টিস্ট মিশন বালক উচ্চ বিদ্যালয়, নাটোরের লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় ও শেরপুরের তারাগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় এবং‘খ’ গ্রæপ- সিলেটের হাজী মাদরীস আলী উচ্চ বিদ্যালয়, সাতক্ষিরার জি ফুলবাড়িয়া দরগা শরীফ আলিম মাদ্রাসা, নীলফামারীর ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজ ও নারায়ণগঞ্জের বি এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজ। মূলত আসন্ন রাশিয়া বিশ্বকাপের সময় মিডিয়া কভারেজ পাওয়া যাবে না, এই অজুহাতে রমজান মাসেই আয়োজন করা হয়েছে জাতীয় স্কুল ফুটবলের চূড়ান্ত পর্ব। গতকাল দুপুরে বাফুফে ভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাফুফের নির্বাহী কমিটির সদস্য ও স্কুল ফুটবল কমিটির চেয়ারম্যান বিজন বড়ুয়া। চূড়ান্ত পর্বের সবগুলো খেলাই হবে কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে। ফাইনাল ম্যাচটি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আয়োজন করা হতে পারে। চূড়ান্ত পর্বে অংশ নেয়া প্রত্যেকটি দল পনের হাজার টাকা করে অংশগ্রহণ ফি পাবে। এছাড়া প্রথম রাউন্ডের মতো প্রত্যেকটি দলের খেলোয়াড়কে জার্সি, বুট ও হুজ দেয়া হবে। প্রত্যেক ম্যাচে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারও দেয়া হবে বলে জানানো হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ