Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খড় দিয়ে পাকা সড়ক

চুনারুঘাট (হবিগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ মে, ২০১৮, ১০:০৬ পিএম

হবিগঞ্জের চুনারুঘাটে একটি সড়কের পাকা করণে খড়ের উপর করা হলো কার্পেটিং। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের একজন সাইট অফিসার থাকার পরও ঠিকাদারের এহেন কর্মকান্ড সাধারন মানুষের মাঝে বিশ্ময়ের সৃষ্টি করেছে। আলোচিত এ ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিন ইকবালের নজরে এলে তিনি গত বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং রাস্তা পাকা করণের কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। চুনারুঘাট স্থানীয় প্রকৌশল বিভাগ ও স্থানীয়রা জানান, স¤প্রতি উপজেলার শানখলা-দেউন্দি সড়ক পাকাকরণে ১ কোটি ১১ লাখ টাকা বরাদ্দ করে স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগ। কাজটি বি-বাড়িয়ার ঠিকাদার আমিনুল ইসলামের কাছ থেকে কিনে নেন চুনারুঘাট উপজেলা তাতীলীগের আহŸায়ক কবির মিয়া খন্দকার। গত সপ্তাহ খানেক সময় ধরে কাজ করে যাচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান। রাতের আঁধারে কাজ করার কারনে স্থানীয় মানুষের মনে সন্দেহের সৃষ্টি হয় এবং গত বুধবার সন্ধ্যায় এলাকাবাসী দলবদ্ধ হয়ে রাস্তার কার্পেটিং তুলেন এবং কার্পেটের নিচে খড় আবিস্কার করেন। বিষয়টি তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন। এ বিষয়ে ঠিকাদার পক্ষের কেউ কোন মন্তব্য করতে রাজি হননি তবে এলজিইডি বিভাগের সহকারী প্রকৌশলী আনিসুর রহমান সত্যতা স্বীকার করে বলেন, যে সমস্ত স্থানে কাজের গাফিলতি ধরা পড়েছে সেগুলো ঠিকঠাক করা হবে। তবে ঠিকাদারদের ব্যাপক এই দূর্নীতির বিষয়ে কোন ব্যবস্থা নেয়া হবে কি না তা তিনি এই মুহুর্তে জানাতে অপারগতা প্রকাশ করেন। কাজটি কত তারিখ থেকে কত তারিখের মধ্যে শেষ হবে তাও তিনি জানাতে অপরাগতা প্রকাশ করেন। চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিন ইকবাল বলেন, রাস্তায় এ ধরনের দূর্নীতি খুবই নেক্কারজনক। এই দূর্নীতির বিষয়ে তিনি চীফ ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেছেন বলে জানান।



 

Show all comments
  • Desh Premik Shoinik//দেশ প্রেমিক সৈনিক ২৯ মে, ২০১৮, ১:৩৩ পিএম says : 0
    উন্নয়নের ধারায় বাংলাদেশ আজ সারা বিশ্বে একের পর এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছে। মায়ানমার (বার্মা)এর সাথে বিশ্ব আদালতে কৌশলী যুদ্ধ করে "সমুদ্র জয়" এর পর সেখানে ‘অহিংসা পরম ধর্মের’ অনুসারীরা মুসলিম নিধনযজ্ঞ শুরু করলে মানবতার অবতার বাংলাদেশ “বারলক্ষ রোহিঙ্গা মেহমান”কে আমরা একবেলা খেয়ে হলেও তাদের খাওয়াব নীতি গ্রহন করার সুবাদে আজ আমরা “মাদার অব হিউমেনিটি” পেয়েছি। কিন্তু আমাদের পরম বন্ধু হিন্দুস্থান হতে তিস্তা নদীসহ অনেক কিছুরই ন্যায্য অংশ ফিরে পাচ্ছিনা। মাত্র সপ্তাহ দশদিনের ব্যবধান এ আমরা এগিয়ে গিয়ে আকাশ নয় “মহাকাশ জয়” করে গোটা বিশ্বকে অবাক করে দিয়েছি। আমাদের জানার দরকার নেই, কথিত স্যাটেলাইটের নেপথ্যের গোপন সেই দু’জন মালিক কে কে, যাদের হাতে রয়েছে এই স্যাটেলাইট অপারেশানের পাসওয়ার্ড। আমাদের জানার প্রয়োজন নেই, ডিজিটাল বাংলাদেশে লোহার রডের বদলে “জাতীকে বাঁশ দিয়ে” ব্রিজ বানিয়ে দেওয়া যায় কিভাবে – আর “এখন নতুন প্রযুক্তি পাথড় সুরকির বদলে খড়কুটা” দিয়ে কিভাবে পাকা রাস্তা বানানো যায়। আমরা অনেকেই বুঝতে পারিনা “ডিজিটাল” প্রযুক্তি ব্যাবহার করে এসব আজব আজব অসম্ভবকে কত সহজে বাস্তবায়ন করা যায়। আমি বলব, যারা সহজ বিষয়টা সহজ ভাবে বুঝতে পারেন না তারা যেন নিজের মুখটা অন্তত বন্ধ রাখে। প্রশাসন বা কর্তৃপক্ষ বিব্রত হতে পারে এই রকম বিষয়াদি প্রচার বা প্রকাশে বিরত থাকুন।
    Total Reply(0) Reply
  • Mohammed Belal Hossain ২৯ মে, ২০১৮, ২:৩০ পিএম says : 0
    আপনারা বুজবেন না,এটা হচ্ছে পরিক্ষা মুলক কাজ,সফল হলে সব রাস্তায় এভাবে কাজ করা হবে।
    Total Reply(0) Reply
  • Abdullah Al Mamun ২৯ মে, ২০১৮, ২:৩২ পিএম says : 0
    ডিজিটাল উন্নয়ন তো তাই !
    Total Reply(0) Reply
  • Muhib Bullah ২৯ মে, ২০১৮, ২:৪৬ পিএম says : 0
    হুম , চমৎকার প্রযুক্তি
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ