রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ফরিদপুরের মধুখালীর নওপাড়া ইউনিয়নের মধুপুর গ্রামে দরিদ্র কৃষক রবিউল শেখের ৬৫ শতাংশ জমির আলে লাগানো ধরন্ত ৫৪টি পেঁপে গাছ পূর্ব শত্রুতার জের ধরে কেঁটে দিয়েছে দূর্বৃত্তরা।
ক্ষতিগ্রস্থ ওই কৃষকের পিতার ইউসুফ শেখ (পাচু)। এ ব্যাপারে ওই কৃষক পার্শ্ববর্তী গোপালপুর গ্রামের আনছার উদ্দিনের দুই ছেলে জাফর মোল্যা ও জাকির মোল্যাকে অভিযুক্ত করে মধুখালী থানায় একটি অভিযোগ দিয়েছেন। রবিউলের প্রায় দুই লাখাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে তিনি দাবি করেন।
ক্ষতিগ্রস্থ কৃষক রবিউল বলেন, পূর্বশত্রুতার জের ধরে রবিবার ভোর রাতে পার্শ্ববর্ত্তী আলামপুর গ্রামের আনছার উদ্দিনের দুই ছেলে জাফর মোল্যা ও জাকির মোল্যাকে আমার ক্ষেতের ৫৪টি পেঁপে গাছ গুলো কেঁটে দিয়েছে। বিষয়ে আমি মধুখালী থানায় অভিযোগ দিয়েছি। তবে অভিযুক্তদের সাথে যোগাযোগ করে কাউকে পাওয়া যায়নি।
এ বিষয়ে মধুখালী থানার এ এস আই মিল্টন বালা বলেন ক্ষতিগ্রস্থ ব্যাক্তি মামলা দিলে তদন্তে করে আইনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।