Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মগবাজার ফ্লাইওভার থেকে নারীর হাত পা উদ্ধার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ মে, ২০১৮, ১১:২৯ এএম
রাজধানীর রমনা এলাকার মগবাজার ফ্লাইওভার থেকে এক নারীর একটি হাত ও দু’টি পা উদ্ধার করা হয়েছে। রমনা থানার ওসি কাজী মাইনুল ইসলাম যুগান্তকে জানান, রোববার রাত ১১টায় একজন ট্রাফিক সদস্য মোটরসাইকেল দিয়ে ফ্লাইওভার পার হচ্ছিলেন। এ সময় ফ্লাইওভারে একটি পরিত্যক্ত ব্যাগ চোখে পড়ে। সন্দেহ হলে ওই ট্রাফিক সদস্য থানা পুলিশকে খবর দেন। পরে থানা পুলিশ সেখানে গিয়ে ওই ব্যাগ খুলে নারীর পা ও হাত উদ্ধার করে। ওই হাতে চুরি পড়া ছিল। ওই হাত ও পা মধ্য বয়স্ক নারীর বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে।
 
ওসি আরও জানান, উদ্ধার হওয়া হাত ও পা ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মগবাজার ফ্লাইওভার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ