Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকার পরিবর্তে কলম্বোয় এশিয়ান ভলিবল

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ মে, ২০১৮, ১২:০০ এএম

১৫-২২ সেপ্টেম্বর শ্রীলংকার কলম্বোতে অনুষ্ঠিতহবে প্রথম এশিয়ান ভলিবল কনফেডারেশন (এভিসি) পুরুষ চ্যালেঞ্জ কাপ। যদিও টুর্নামেন্টটি ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু মালদ্বীপে অনুষ্ঠিত এক সভায় ভোটাভুটিতে আয়োজক হিসেবে জিতে যায় শ্রীলংকা। ফলে স্বাগতিক থেকে এখন আমন্ত্রিত হয়েছে লাল সবুজের ভলিবল। টুর্নামেন্টে অংশ নেয়অর জন্য ২১ মে অনুশীলন শুরু করে জাতীয় ভলিবল দল। পল্টনস্থ শহীদ নুর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে ইরানী কোচ আলীপোর আরজীর তত্বাবধানে দীর্ঘমেয়াদী অনাবাসিক প্রশিক্ষণ শুরু হয়। যা চলবে ৩১ মে পর্যন্ত। পরবর্তীতে অনাবাসিক ক্যাম্প থেকে ৪০ জনকে বাছাই করে জাতীয় ভলিবল গঠন করবেন আলীপোর। এদিকে মিরপুরস্থ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুশিলন শুরু হওয়ার কথা থাকলেও তা আর হয়নি। কারণ জাতীয় ক্রীড়া পরিষদ এক চিঠিতে জানিয়েছে যে, সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ঘন্টায় ১০ হাজার টাকার বিদ্যুৎ খরচ হয়। বিষয়টি জানিয়ে ভলিবল ফেডারেশনের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ফজলে রাব্বি বলেন, ‘এমন চিঠিতে আমরা হতবাক। আগেও আমরা বিভিন্ন অনুশীলন করেছি এবং আন্তর্জাতিক টুর্নামেন্ট ইনডোরে করেছি। তারপরও হঠাৎ করে কেন ক্রীড়া পরিষদ এমন চিঠি দিয়েছে তা আমাদের বোধগম্য নয়।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ