Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঝড় সতর্কতা জারি ফ্লোরিডা আলাবামা মিসিসিপিতে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ মে, ২০১৮, ১২:০০ এএম

উপসাগরীয় অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত গ্রীষ্মমন্ডলীয় একটি ঝড়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় এলাকাগুলোতে তুমুল বর্ষণ ও বন্যা হতে পারে শঙ্কায় ফ্লোরিডা, আলাবামা ও মিসিসিপি অঞ্চলে জরুরী অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ। ঝড় আলবার্টোয় ক্ষয়ক্ষতির শঙ্কায় শনিবার এই জরুরি অবস্থা জারি করা হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। চলতি বছর আটলান্টিক থেকে উদ্ভূত প্রথম এ ঝড় আরও শক্তি অর্জন করে ঘণ্টায় সর্বোচ্চ ৬৫ মাইল গতিতে সোমবার যুক্তরাষ্ট্রের উপসাগরীয় উপকূলে আছড়ে পড়তে পারে বলে পূর্বাভাসে সতর্ক করেছে দেশটির জাতীয় আবহাওয়া বিভাগ (এনডব্লিউএস)। এ কারণে মিসিসিপি/আলাবামা সীমান্ত থেকে ফ্লোরিডার অকিলা নদী পর্যন্ত ক্রান্তীয় ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। ঝড়ের কারণে পূর্ব লুইজিয়ানা থেকে মিসিসিপি, আলাবামা, পশ্চিম টেনেসি ও পশ্চিম ফ্লোরিডার প্যানহেন্ডেল পর্যন্ত এলাকাজুড়ে ১৩ থেকে ২৫ সেন্টিমিটার, কোথাও কোথাও সর্বোচ্চ ৩৮ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলেও সতর্ক করেছে এনডবিøউএস। স্থানীয় ও রাজ্য সরকারের বিভিন্ন কর্তৃপক্ষকে ঝড় পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় পর্যাপ্ত সম্পদ ও সময় দিতে ৬৭টি কাউন্টির সবগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছেন ফ্লোরিডার গভর্নর রিক স্কট। উত্তর দিকে ধেয়ে আসা গ্রীষ্মমন্ডলীয় ঝড় আলবার্টোকে ধারাবাহিকভাবে পর্যবেক্ষণ করছি আমরা। পরিবারগুলোকে নিরাপদ রাখতে এবং ঝড় যে তুমুল বর্ষণ ও ব্যাপক বন্যা নিয়ে আসছে তার জন্য প্রস্তুত হতে ফ্লোরিডার সবগুলো কাউন্টিতে প্রয়োজনীয় উপকরণ মজুদ রাখা খুব গুরুত্বপূর্ণ, বলেছেন তিনি। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সতর্কতা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ