Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আফরিন অভিযানে সাড়ে ৪ হাজার সন্ত্রাসী নির্মূল

ডলার-ইউরো’র বিপরীতে লিরাকে উজ্জীবিত করার আহ্বান এরদোগানের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ মে, ২০১৮, ১২:০০ এএম

সিরিয়ার আফরিনে অপারেশন অলিভ ব্রাঞ্চে চার সহস্রাধিক সন্ত্রাসীকে নির্মূল করা হয়েছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগান। শনিবার ইকুয়েডর প্রদেশের পূর্ব এঞ্জেলেম প্রদেশের বিচারপতি ও অ্যাডভোকেট (একে) পার্টির সমাবেশে তিনি এসব কথা বলেন। এরদোগান বলেন, আফরিনে এখন পর্যন্ত ৪ হাজার ৪৭৫ সন্ত্রাসীকে নির্মূল করা হয়েছে। তুর্কি কর্তৃপক্ষ প্রায়ই তাদের বিবৃতিতে ‘নিরপেক্ষ/নির্মূল’ শব্দটি ব্যবহার করে বোঝায় যে সন্ত্রাসীরা আত্মসমর্পণ করেছে বা হত্যা হয়েছে বা বন্দি হয়েছে। তিনি আরও বলেন, উত্তর ইরাকে ৪১৪ পিকেকে সন্ত্রাসীকে অভিযানের সময় নির্মূল করা হয়েছে। এরদোগান বলেন, সন্ত্রাসবিরোধী অভিযানে ওই দেশটিতে ৩৯৮ সন্ত্রাসীকে নির্মূল করা হয়েছে। হুরিয়েত ডেইলি নিউজের খবরে বলা হয়, তুর্কি নাগরিকদের সঞ্চয়কৃত ডলার ও ইউরো তুর্কি মুদ্রা ‘লিরা’য় রূপান্তরের জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোগান। চলতি বছরে মার্কিন ডলারের বিপরীতে লিরার মান ২০ শতাংশ কমে যাওয়ার পরিপ্রেক্ষিতে ‘লিরা’ ফের উজ্জীবিত করতে তিনি এই আহ্বান জানালেন। শনিবার পূর্বাঞ্চলীয় আরজুরুম প্রদেশে নির্বাচনী সমাবেশে দেয়া ভাষণে এরদোগান বলেন, আমার ভাইদের প্রতি আমি অনুরোধ করছি, আপনাদের যাদের বালিশের নিচে ডলার বা ইউরো আছে সেগুলি আপনারা লিরায় রূপান্তরিত করুন। তিনি বলেন, আমরা পশ্চিমাদের এই খেলাটি একত্রে মোকাবেলা করব। তুরস্কের ২৪ জুনের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল তুরস্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের পর সাংবিধানিক সংশোধনী দ্বারা নির্বাহী প্রেসিডেন্সিয়াল ব্যবস্থা সম্পূর্ণরূপে কার্যকর হবে। নির্বাচনের এক মাসেরও কম সময় বাকি আছে। এই অবস্থায় তুর্কি অর্থনীতি নানা সমস্যায় জর্জরিত হচ্ছে। হুরিয়েত ডেইলি নিউজ



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ