Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১৩ পেরিয়ে মুশফিক

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ মে, ২০১৮, ১২:০০ এএম

গতকাল ছিল ২৬ মে। ২০০৫ সালের এই দিনেই লর্ডসে অভিষেক হয় মুশফিকুর রহিমের। টেস্ট ক্রিকেট দিয়েই শুরু, একে একে ১৩ বছর কাটিয়ে দিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে। দীর্ঘ এই সময়ে খেলেছেন ৬০টি টেস্ট, ১৮৪টি ওয়ানডে আর ৬৮টি টি-টোয়েন্টি ম্যাচ। এরই মধ্যে নিজেকে প্রমাণ করেছেন উইকেটের পেছনে আর উইকেটের সামনে দুই জায়গাতেই বাংলাদেশের স্তম্ভ তিনি।
আন্তর্জাতিক ক্রিকেটে ১৩ বছর পূর্তি উপলক্ষে মুশফিক নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন। যেখানে লিখেছেন, ‘বিশ্বাসই হচ্ছে না আমি বাংলাদেশের প্রতিনিধি হয়ে ১৩টি বছর কাটিয়ে দিয়েছি। কত দ্রæত সময় চলে যায়। এই দিনটি আমাকে মনে করিয়ে দেয় আমি কতটা ভাগ্যবান যে জাতীয় দলের জার্সি পড়তে পেরেছি। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। আল্লাহ যেন এই রমজানে আমাদের সকলের চাওয়া পূর্ণ করে দেন- আমার জন্য দোয়া করবেন। সকলকে ভালোবাসি।’
২০০৫ সালের ২৬ মে জাতীয় দলের সাদা পোশাকে প্রথম মাঠে নামেন মুশফিক। তার দীর্ঘ ক্যারিয়ারে অনেক কিছুর পরিবর্তন হলেও একটি জিনিস সেই লর্ডস টেস্ট থেকে পরিবর্তন হয়নি। অভিষেক টেস্টে লর্ডসে মুশফিকের মাথায় যে ব্যাগি গ্রিন টুপি উঠেছিল, সেটি এখনও টেস্ট খেলতে নামলে মাথায় রাখেন তিনি। ১৩ বছরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লোগোতে কিছুটা পরিবর্তন হলেও প্রিয় টুপিটার প্রতি এতটুকু ভালোবাসা কিংবা আগ্রহ কমেনি মুশফিকের।
বাংলাদেশের ৪১তম টেস্ট ক্রিকেটার হিসেবে মুশফিক শুরু করেছিলেন। সাদা পোশাকে একটি ডাবল সেঞ্চুরি হাঁকান মুশফিক, আছে ৫টি সেঞ্চুরি আর ১৯টি হাফ-সেঞ্চুরি। টেস্টে বাংলাদেশের প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলেন মুশফিক। ৬০ ম্যাচের ১১২ ইনিংসে ব্যাট করে প্রায় ৩৫ গড়ে রান করেছেন টাইগারদের মিডলঅর্ডারের এই ব্যাটিং স্তম্ভ। ১৮৪ ওয়ানডের ১৭০ ইনিংসে ব্যাট করা মুশফিক সেঞ্চুরির দেখা পেয়েছেন পাঁচবার আর হাফ-সেঞ্চুরির দেখা পেয়েছেন ২৮ বার। ওয়ানডেতে তার নামের পাশে ৩২.৯৯ ব্যাটিং গড়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুশফিক

১৮ সেপ্টেম্বর, ২০২২
৫ সেপ্টেম্বর, ২০২২
৫ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ