Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

জম্মু-কাশ্মীর সীমান্তে গুলিতে ৫ জন নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ মে, ২০১৮, ১২:০০ এএম

জম্মু-কাশ্মীর সীমান্তে ভারতের নিরাপত্তা বাহিনীর সদস্যদের গুলিতে ৫ জন নিহত হয়েছেন। তারা ভারত-পাকিস্তান সীমান্তবর্তী রেখা লাইন অব কন্ট্রোল-এলওসি অতিক্রম করে তান্দধর সীমান্তে ঢুকে পড়লে ভারতের নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে তারা নিহত হন। সীমান্তে শান্তি বজায় রাখতে ভারতের সেনাপ্রধান জে. বিপিন রাওয়াত পাকিস্তানকে অনুপ্রবেশ বন্ধ করতে হুঁশিয়ারি দেয়ার কয়েক ঘণ্টা পরই এ ঘটনা ঘটল। প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়ার বক্তব্য উদ্ধৃত করে হিন্দুস্তান টাইমস জানায়, শনিবার সকালে তান্দধর সীমান্ত অতিক্রম করে চারজন (এএনআই বলছে ৫ জন) ভারত সীমান্তে ঢুকে পড়ার চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। অপারেশন চলমান রয়েছে বলেও তিনি জানান। এএনআই, হিন্দুস্তান টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ