Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তরুণীদের কেনাকাটায় জমে উঠছে কুমিল্লার ঈদবাজার

কুমিল্লা থেকে সাদিক মামুন | প্রকাশের সময় : ২৭ মে, ২০১৮, ১২:০০ এএম

প্রতি বছরের ন্যায় এবারো ঈদ বাজারের তরুণীদের ফ্যাশন ভারতীয় পোশাক দখল করে নিয়েছে। বিশেষ করে ভারতীয় টিভি সিরিয়াল ও সিনেমার নায়িকাদের পোশাকের আদলে বের হওয়া ড্রেস ঈদের বাজারে তরুণীদের দৃষ্টি কাড়ে। এবারে তরুণীদের কেনাকাটা ঘিরেই কুমিল্লায় ঈদের বাজার জমে ওঠেছে। বিশেষ করে ভারতের ক্যাটালগের ফ্যাশন নির্ভর থ্রিপিসের কালেকশন ফুরিয়ে যাওয়ার আগে তরুণীরা ছুটছেন নগরীর শপিংমল ও বিভিন্ন মার্কেটের থ্রীপিস সেন্টারগুলোতে। শুক্রবার ও শনিবার ছুটিরদিন হওয়ায় থ্রিপিস দোকানগুলোতে তরুণীদের কেনাকাটা জমে ওঠে।
কুমিল্লার তরুণীদের ঈদ ফ্যাশনের জায়গাটি এবারো ভারতীয় ব্র্যান্ডের ড্রেস নির্ভর হয়ে ওঠেছে। নগরীর শপিংমল ও বিভিন্ন মার্কেটের থ্রিপিস দোকানে ঢুকেই তরুণীরা হাতে নেয় ভারতীয় ড্রেসের ক্যাটালগ বই। এবারে ভারতীয় ব্র্যান্ডের তরুণীদের ঈদের ড্রেসে রং, ডিজাইন, কারুকাজে এসেছে বাড়তি নান্দনিকতা। দাম গতবারের চেয়ে বেড়েছে। ঈদকে সামনে রেখে নগরীর শপিংমলের শুরু হয়েছে তরুণীদের ড্রেস কেনাকাটার ধূম। নগরীর কান্দিরপাড় মনোহরপুরের সাত্তার খান কমপ্লেক্স, খন্দকার হক টাওয়ার, ময়নামতি গোল্ডেন টাওয়ার, আনন্দ সিটি সেন্টার, হোসনেআরা ম্যানসন, সাইবার ট্রেড, নূর মার্কেট, হিলটন টাওয়ার, রামঘাট এলাকায় কুমিল্লা টাওয়ার, রেইসকোর্সে ইস্টার্ণ এয়াকুব প্লাজায় ভারতীয় পোশাকের ধূমের ভেতরেও দেশিয় ফ্যাশনের প্রতি তরুণীদের আকৃষ্ট করতে নগরীর নজরুল এভিনিউতে আড়ং, ফড়িং, রঙ, বিশ্বরঙ, সাদাকালো, অঞ্জনস, বাদুরতলায় ইনফিনিটি, শো-রুমে নানা ডিজাইনের ড্রেস প্রদর্শন করা হয়েছে।
তবে এবারের ঈদে তরুণীদের পছন্দের তালিকায় রয়েছে ভারতের তৈরি নামিদামি ব্র্যান্ডের কটন ও জর্জেটের খোয়াব, কারিনা, শবনম, কাহানী, ইশতা, রাখী, বর্ষা, হীর, জিনাম, ওমটেক্স, হায়া, কারিজমা, কাশিকা, কাদুলি, বানি, বিভা, বিবেক, বিনয়, গঙ্গা মারিয়াবি, জেরিন, ইয়াসিকির ড্রেস। এসব ড্রেসের নজরকাড়া রং, ডিজাইন ও করুকাজ তরুণীদের আকৃষ্ট করেছে। নগরীর কাপ্তানবাজার এলাকার সাথী জাহান বলেন, ভারতীয় পোষাকের ডিজাইন মানেই জমকালো কিছু। ক্যাটালগের হিট করা ডিজাইনের পোষাক আগেভাগে না কিনলে পরে পছন্দেরটা মেলানো কঠিন হয়ে পড়ে। তাই রোজার প্রথম সপ্তাহেই পছন্দের পোষাক কিনে নিলাম। নগরীর মনোহরপুর নূর মার্কেটের থ্রিপিস সেন্টার রিলেশানের পরিচালক আলী হায়দার কামাল জানান, ‘তরুণীদের পছন্দের তালিকায় ভারতীয় ড্রেসের চাহিদা সবসময়ই থাকে। পাকিস্তানী ব্র্যান্ডের পোষাকেরও চাহিদা রয়েছে। এবারে রোজার শুরুতেই তরুণীরা অভিভাবকদের সাথে নিয়ে কেউবা দলবেধে কেনাকাটা শুরু করেছেন। ঈদ সামনে রেখে থ্রিপিসের বিপণন জমে ওঠেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ