Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

ঝিনাইদহে দুই পরীক্ষার্থী ও তিন ভুয়া পরিদর্শকসহ ৬ জন গ্রেফতার

ঝিনাইদহ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ মে, ২০১৮, ৬:৪৯ পিএম


প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষায় মোবাইলের মাধ্যমে প্রশ্ন ফাঁস করে ইমো ও ফেসবুকের মাধ্যমে উত্তরপত্র সংগ্রহ করার দায়ে ঝিনাইদহে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে পরীক্ষার্থী সুরাইয়া, পিকুল হোসেন, শিক্ষক ফারুক হোসেন ও ভুয়া পরিদর্শক রফিক আহম্মেদ, শাহিন আলম ও আলী রেজা। শনিবার বিকালে ঝিনাইদহ শহরের দিশারী ইন্সটিটিউট ও পিটিআই কেন্দ্র থেকে এদের চিহ্নিত করে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে দুইজন পরীক্ষার্থী ও বাকী চারজন ইমো ও ফেসবুকের মাধ্যমে উত্তরপত্র সরবরাহকারী রয়েছেন বলে জানা গেছে। ঝিনাইদহের জেলা প্রশাসক সেরাজ কুমার নাথ খবরের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পাবলিক পরীক্ষা আইনের ৯ ধারায় মামলা হয়েছে। ঝিনাইদহ সদর থানার এসআই আবুল কাসেম জানান, শনিবার প্রাইমারির শিক্ষক নিয়োগ পরীক্ষায় হামদহ পাওয়ার হাউস পাড়ার দিশারী ইসলামী ইন্সটিটিউটে কেন্দ্র ছিল। সেখানে রেজিস্টার ফারুকের সহায়তায় পরীক্ষার্থী সুরাইয়াকে তিনজন ভুয়া পরিদর্শক রফিক আহম্মেদ, শাহিন আলম ও আলী রেজা তথ্য প্রযুক্তির মাধ্যমে বাইরে থেকে উত্তর সরবরাহ করা হচ্ছিল। খবর পেয়ে প্রশাসনের লোকজন তাদের গ্রেফতার করে। এছাড়া পিটিআই কেন্দ্র থেকে পিকুল নামে এক যুবককে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসাদুপায় অবলম্বনের অভিযোগে গ্রেফতার করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ