Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কঙ্গোয় নৌকাডুবিতে নিহত ৫০

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ মে, ২০১৮, ৪:০৪ পিএম

কঙ্গোয় নৌকাডুবিতে অন্তত ৫০ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে মম্বোভো নদীতে এ দুর্ঘটনা ঘটে। এ খবর দিয়েছে আল জাজিরা।
খবরে বলা হয়, বৃহস্পতিবার বিপুল সংখ্যক যাত্রী ও মালামাল নিয়ে নৌকাটি যাত্রা শুরু করে। কিন্তু গন্তব্যে পৌছানোর আগেই তা নদীতে ডুবে যায়। দেশটির তশুয়াপা প্রদেশের ভাইস-গভর্নর রিচার্ড মবোয়ো ইলুকা বলেন, বৃহস্পতিবার ৪৯ জনের মরদেহ উদ্ধার করা হয়।
এছাড়া শুক্রবার সকালে আরেকটি মৃতদেহ পাওয়া যায়। নৌকাটিতে ঠিক কতজন আরোহী ছিল তা জানা যায় নি। ফলে এখনো কতজন নিখোঁজ রয়েছে তা যথাযথভাবে বলা যাচ্ছে না। রিচার্ড মবোয়ো বলেন, নৌকাটি ডুবে যাওয়ার কারণ ও এর আরোহীর সংখ্যা এখনো জানা যায় নি। প্রাদেশিক সরকার সেখানে উদ্ধারকর্মীদের একটি দল পাঠিয়েছে। তিনি উল্লেখ করেন, নৌকাটি রাত্রে যাত্রা শুরু করে। এতে কোন আলো ছিল না। সরকারি নিরাপত্তা আইন অনুযায়ী আলো ছাড়া যাতায়াত করা বেআইনি।
উল্লেখ্য, কঙ্গোতে যাতায়াতের অন্যতম মাধ্যম নদীপথ। সেখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে। এর প্রধান কারণ অতিরিক্ত যাত্রী পরিবহন, ভাঙাচোরা নৌকা ও জীবনরক্ষাকারী উপকরণের অভাব। এর আগে ফেব্রুয়ারিতে দেশটিতে নৌকাডুবির ঘটনায় অন্তত ১৪ জন হিত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ