Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কঙ্গোয় দু’দিনের সংঘর্ষে ১৩ জনের প্রাণহানি

প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর একটি শহরে দুইদিনের সংঘর্ষে অন্ততপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। খবরে বলা হয়, দেশটির কানানগা শহরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে আধা-সামরিক বাহিনীর সংঘর্ষে নিহতের এই ঘটনা ঘটে। গেল আগস্টে আধা-সামরিক বাহিনীর নেতা সামরিক বাহিনীর হাতে নিহত হওয়ায় প্রতিশোধ নেওয়ার সুযোগ খুঁজছিল বাহিনীটি। গত শুক্রবার ওই আধা-সামরিক বাহিনীর যোদ্ধারা শহরটির বিমানবন্দরে হামলা চালিয়ে একজন বিমানকর্মীকে হত্যা করে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে দেশটিতে কয়েক বছর ধরেই অস্থিরতা বিরাজ করছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেশ কয়েকজন বিদ্রোহী-যোদ্ধার লাশ বিমানবন্দরে পড়ে থাকতে দেখেছেন। নিহতের সংখ্যা নিশ্চিত করা সম্ভব না হলেও বিভিন্ন প্রতিবেদন থেকে ধারণা করা হচ্ছে ১০ থেকে ১৩ জন নিহত হয়ে থাকতে পারে। সরকারি মুখপাত্র ল্যাম্বার্ট মেনদে জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, তবে হতাহতের সংখ্যা জানাননি। উল্লেখ্য, প্রেসিডেন্ট জোসেফ কাবিলার বিরুদ্ধে রাজধানী কিনসাসায় চলতি সপ্তার প্রথমদিকে সংঘটিত বিক্ষোভ-সহিংসতায় অন্ততপক্ষে ৫০ জন নিহত হয়েছেন। রয়টার্স, বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কঙ্গোয় দু’দিনের সংঘর্ষে ১৩ জনের প্রাণহানি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ