Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পানিতে ডুবে মামাতো ফুফাতো ভাই-বোনের মৃত্যু

চাঁদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ মে, ২০১৮, ১২:০০ এএম

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসায় পানিতে ডুবে তাহসিন ও তাহমিনা নামের মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই ইউনিয়নের সাহেবগঞ্জ গ্রামের পাটওয়ারী বাড়ীতে এ ঘটনা ঘটে। নিহত তাহসিন (২) ওই বাড়ীর মো. তাজুল ইসলামের ছেলে, ফুফাতো বোন তাহমিনা (২) প্রবাসী মো. মামুনের কন্যা।
নিহত শিশুদের স্বজনরা জানান, তাহসিন ও তাহমিনা মাগরিবের আগ মূহুর্তে উঠানে খেলা করছিল। খেলার ছলে তারা বাড়ির পেছনে পুকুর পাড়ে চলে যায়। সেখানে খেলা করা অবস্থায় পুকুরের পানিতে পড়ে যায়। দীর্ঘ সময় ধরে দুই পরিবারের লোকজন তাহসিন ও তাহমনিকে উঠানে দেখতে না পেয়ে চারদিকে খোজাখুজি শুরু করে। পওে দু শিশুকে বাড়ির পেছনে পুকুরের পানিতে ভাসতে দেখেন। ওই অবস্থায় শিশুদের উদ্ধার করে প্রথমে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক শিশুদেরকে পর্যবেক্ষনে রাখার পর তাহসিনের পায়ের ও হাতের আঙ্গুল টানাটানি করলে ফুটে উঠে। জীবিত ভেবে উভয় শিশুকে রাত পৌনে ৯টায় চাঁদপুর ২৫০ শয্যা সরকারি জেনারেল হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মো. মিজানুর রহমান দু শিশুকেই মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় ঐ এলাকায় শোকের ছায়া নেমে আসে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পানিতে ডুবে


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ