বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় অভিযান চালিয়ে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ২ হাজার পিস ইয়াবাসহ মা ছেলেকে গ্রেফতার করেছে।
শুক্রবার (২৫ মে) সকালে সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়নের ভাটারা ভাঙ্গাবাড়ি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, আয়েশা বেগম (৪৮) ও তার ছেলে সোহাগ শিকদার (২৫)। তাদের বাড়ি বরিশাল জেলায়। তারা বালিয়াটি ভাটারা বাঙ্গাবাড়ি এলাকায় সফিকুল ইসলাম সফিকের বাড়িতে ভাড়া থেকে দীর্ঘদিন ধরে ইয়াবার ব্যবসা করে আসছিল।
মানিকগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বালিয়াটির ভাটারা ভাঙ্গাবাড়ি এলাকার সফিকের বাড়িতে অভিযান চালানো হয়। সফিকের বাড়ির ভাড়া সোহাগের ঘরের বিভিন্ন স্থানে তল্লাশী করে দুই হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় ইয়াবাসহ মা ছেলেকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।