Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানে কাদিয়ানী আস্তানা ধ্বংস করলো বিক্ষুব্ধ জনতা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ মে, ২০১৮, ১২:০০ এএম

পাকিস্তানের সিয়ালকোটে সুন্নী মুসলিমদের বিক্ষুব্ধ একটি দল কাদিয়ানী আস্তানা ধ্বংস করে দিয়েছে। শহরের পূর্বাঞ্চলের এই আস্তানাটি ধ্বংসের সময় গতকাল সেখানে কোন মানুষ ছিল না। সহিংসতা এড়াতে বেশ কয়েক বছর আগে কর্তৃপক্ষ আস্তানাটি বন্ধ করে দেয়। আরব নিউজ গতকাল বৃহস্পতিবার এপি পরিবেশিত এক প্রতিবেদনে একথা জানিয়েছে। গণমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় বিক্ষুব্ধ জনতা একটি আস্তানা ধ্বংস করে দিচ্ছে। বলা হয়ে থাকে, আহমাদিয়া জামাতের প্রতিষ্ঠাতা মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এই আস্তানাটি পরিদর্শন করেছিলেন। এই ব্যক্তি ভারতীয় উপমহাদেশে ১৯ শতকে ও জামাআত প্রতিষ্ঠা করেন এবং তার সমর্থকরা মনে করে থাকে যে, সে নবী ছিল। পাকিস্তান সরকার ১৯৭৪ সালে এই জামাআতকে অমুসলিম বলে ঘোষণা করে। আহমাদিয়া মুসলিম জামাত পাকিস্তানের একটি অতি ক্ষুদ্র একটি সম্প্রদায়। তারা তাদের ধর্ম প্রচার করতে গিয়ে প্রায়শই বিক্ষুব্ধ সুন্নী জনতার হামলার শিকার হয়। আহমদিয়া জামাত তথা কাদিয়ানীদের কাফের বলে জানে সুন্নী মুসলিমগণ। এপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ