মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল বলেছেন, তার দেশ এবং চীন ইরানের পরমাণু সমঝোতা রক্ষার পক্ষে অবস্থান নিয়েছে। দু’দেশই ২০১৫ সালের পরমাণু সমঝোতায় সই করেছে। চীনা প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে মারকেল বলেন, পরমাণু সমঝোতা কোনো আদর্শ চুক্তি নয়, তবে অন্য যেসব অপশন রয়েছে সেগুলো মোটেই স্থিতিশীল নয়। এ কারণে আমরা এই সমঝোতার প্রতি সম্মান দেখিয়ে যাব। গত ৮ মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেন। এরপর জার্মানি ও চীন দু দেশই সমঝোতা রক্ষার পক্ষে অবস্থান নিয়েছে। দেশ দুটি সমঝোতা রক্ষার পথ খুঁজে বের করার চেষ্টা করছে এবং দু দেশই ইরানের সঙ্গে বাণিজ্য টিকিয়ে রাখতে চায়। ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের পর বাণিজ্য ঘাটতি পূরণের ক্ষেত্রে বেইজিংয়ের ভবিষ্যত ভূমিকার কথা উল্লেখ করেন মারকেল। তিনি জানান, মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইউরোপের কিছু কোম্পানি ইরান থেকে তাদের কর্মকান্ড গুটিয়ে নেবে। দু’দিনের সফরে চীন গেছেন অ্যাঙ্গেলা মারকেল। সফরে তিনি জার্মানির সরকার ও ব্যবসায়ী নেতাদের নেতৃত্ব দিচ্ছেন। পার্সটুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।