পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
ডিজিটাল যুগের সাইবার নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলার জন্য ইসলামাবাদের এয়ার ইউনিভার্সিটিতে সাইবার সিকিউরিটি সেন্টারের উদ্বোধন করেছে পাকিস্তান সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আহসান ইকবাল দেশের প্রথম এই সাইবার নিরাপত্তা সেন্টার ন্যাশনাল সেন্টার ফর সাইবার সিকিউরিটির (এনসিসিএস) উদ্বোধন করেন। অনুষ্ঠানে এয়ার ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ফাইজ আমিরসহ সহযোগি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসিরা উপস্থিত ছিলেন। আহসান ইকবাল দেশ থেকে সন্ত্রাসবাদের প্লেগ উচ্ছেদের জন্য সরকারের প্রতিশ্রæতির কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, সন্ত্রাসবাদের একটা বড় অংশ নির্মূল করা গেছে এবং এটা পুরোপুরি নির্মূলের জন্য চেষ্টা চলতে থাকবে। তিনি বলেন, আমরা ন্যাশনাল অ্যাকশান প্ল্যান (এনএপি) চালু করেছি এবং দেশের মধ্যে সন্ত্রাসীদের বিরুদ্ধে পূর্ণোদ্যমে অভিযান চালানো হয়েছে। সন্ত্রাসবাদ ও চরমপন্থা পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে। ফাইম আমির জানান, এয়ার ইউনিভার্সিটি চার বছরের বিএস সাইবার সিকিউরিটি কর্মসূচি শুরু করেছে। আধুনিক সাইবার সিকিউরিটি দক্ষতা সৃষ্টি এবং কম্পিউটার, সিস্টেম এবং নেটওয়ার্ককে সাইবার হামলা থেকে বাঁচানোর জন্য সেই দক্ষতাকে কাজে লাগানোর জন্য প্রয়োজনীয় দক্ষতা সৃষ্টির জন্যই এই কর্মসূচি চালু করা হয়েছে। তিনি বলেন, এই কর্মসূচি পাকিস্তানী ছাত্রদের সাইবার নিরাপত্তা নিয়ে সচেতনতা ও জ্ঞান বাড়াবে। সাউথ এশিয়ান মনিটর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।