মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সরকারি খরচ কমানোর অংশ হিসেবে মন্ত্রীদের বেতন ১০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। গতকাল বুধবার মন্ত্রিসভার বৈঠক শেষে সংবাদ সম্মেলেন এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।
পারদানা পুত্রাতে মাহাথির সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকে বলেছেন, ‘মন্ত্রীদের মূল বেতন থেকে এটি কর্তন করা হবে। দেশের অর্থনীতিকে সাহায্য করার জন্য এটা করা হচ্ছে।’
তিনি বলেন, ‘এটা আমার নিজস্ব কর্মপদ্ধতি। ১৯৮১ সালে আমি যখন প্রধানমন্ত্রী হয়েছিলাম, তখনো এই কাজ করেছিলাম।’ মাহাথির জানিয়েছেন, সরকারের বড় প্রকল্পগুলো আবারো পর্যালোচনা করা হবে। এগুলোর বাজেট কাটছাঁটের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া ‘ল্যান্ড পাবলিক ট্রান্সপোর্ট কমিশন, ন্যাশনাল প্রফেসরস কাউন্সিল ও স্পেশাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের মতো অপ্রয়োজনীয় কিছু সংস্থা বিলুপ্ত করার ঘোষণাও দিয়েছেন তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।