Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেরানীগঞ্জে পানিবদ্ধতায় জনদুর্ভোগ চরমে

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ মে, ২০১৮, ১২:০০ এএম

ঢাকার কেরানীগঞ্জের বিভিন্ন জায়গায় গতকাল বুধবার বৃষ্টির কারনে জলবদ্ধতার সৃষ্টি হয়ে চরম জনদুর্ভোগের সৃষ্টি হয়। বিশেষ করে কদমতলী-নবাবগঞ্জ সড়কের মুনবেপারীর ঢাল, জিনজিরা-সৈয়দপুর সড়কের জিনজিরা কসাইভিটা, বোরহানীবাগ-ভাংনা সড়কসহ কয়েকটি জনগুরুত্বপুর্ন রাস্তায় হাটু পর্যন্ত পানি জমে যায়। জিনজিরা ইউনিয়নের কদমতলী-নবাবগঞ্জ সড়কের মনুবেপারীর ঢালে জলবদ্ধতার কারনে ওই জায়গায় হাটু পর্যন্ত পানি জমে যায় । এই পানি উপক্ষো করেই শতশত যানবাহন চলাচলের কারনে ওই জায়গায় গভীর খানাখন্দের সৃষ্টি হয়। এসময় অনেক যানবাহন চলাচল করতে গিয়ে এসব খানাখন্দে পড়ে অনেক ভোগান্তিতে পড়ে যায়। এতে কেরানীগঞ্জ, নবাবগঞ্জ ও দোহারে চলাচলকারী শতশত বাস, ট্রাক, কাভারডভ্যান, সিএনজি অটোরিক্সা দীর্ঘ যানজটের কবলে পড়ে যায় । এই যানজট সকাল থেকে শুরু করে বিকেল ৪টা পর্যন্ত একটানা থাকে । এতে চরম ভোাগান্তিতে পড়তে হয় বাস ও সিএনজি অটোরিক্সার যাত্রীদের । এছাড়া মালবাহী ট্রাক, কাভারডভ্যানসহ অন্যান্য মালবাহী যানবাহনের চালকদেরও পড়তে হয় চরম বিরম্ভনায়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তিরা জানান, দীর্ঘদিন যাবত এই জায়গাটি খানাখন্দের সৃষ্টি হয়ে বেহাল অবস্থায় পড়ে আছে। এছাড়া ওই জায়গার আশেপাশের শতাধিক বাড়িঘরের পানি রাস্তায় পড়ে ওই জায়গা জমে থাকে। প্রতিদিনই ওই রাস্তা দিয়ে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্তা ব্যক্তিরা যাতায়াত করলেও ওই জায়গার অবস্থা তাদের নজরে না পড়ার কারনে সাধারন মানুষেরা বিস্বয় প্রকাশ করেছেন। এছাড়া ওই রাস্তা দিয়ে এমপি , মন্ত্রীরাও হরহামেশায় যাতায়াত করে থাকেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পানিবদ্ধতা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ