Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শর্তারোপে ঘুরপাক খাচ্ছে ট্রাম্প-কিম বৈঠক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ মে, ২০১৮, ১২:০০ এএম

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে নির্ধারিত বৈঠক আগামী মাসে নাও হতে পারে বলে জোরালো আশঙ্কা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শর্তারোপ করে তিনি বলেছেন, বৈঠকের জন্য উত্তর কোরিয়াকে অবশ্যই পূর্বশর্ত পূরণ করতে হবে। তা না হলে বৈঠক আরও পরে হতে পারে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনের সঙ্গে হোয়াইট হাউসে এক বৈঠকে এমন কথা বলেন ট্রাম্প। আগামী ১২ জুন সিঙ্গাপুরে ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বৈঠকের কথা ছিল। গত এপ্রিলে দুই কোরিয়ার নেতাদের মধ্যে এক ঐতিহাসিক বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। উত্তর কোরিয়া বলেছে, যুক্তরাষ্ট্র একতরফাভাবে পরমাণু অস্ত্র ত্যাগ করতে জোর দিলে তারা বৈঠক বাতিল করবে। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার চলমান যৌথ সামরিক মহড়ার জেরে দক্ষিণের সঙ্গে গত ১৬ মে’র শীর্ষ পর্যায়ের সংলাপ স্থগিত করে উত্তর কোরিয়া। দাবি করে, এই সামরিক মহড়া বিভক্ত কোরীয় উপদ্বীপের উষ্ণ সম্পর্কের জন্য হুমকি। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ’র খবরে আগামী মাসে উত্তর কোরীয় নেতা কিম জং উনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্ধারিত বৈঠক নিয়েও অনিশ্চয়তা প্রকাশ করা হয়।সিঙ্গাপুরে ওই বৈঠক হওয়ার কথা। এই বৈঠকের জন্য উত্তর কোরিয়াকে কী শর্ত দেওয়া হয়েছে সে বিষয়ে কিছু বলেননি ট্রাম্প। একজন সাংবাদিক বিষয়টি জানতে চাইলে ট্রাম্প বলেন, পরমাণু নিরস্ত্রীকরণ অবশ্যই সম্পন্ন হতে হবে। ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘কী হয় আমরা তা দেখবো’। তিনি বলেন, ‘আমাদের নিশ্চিতভাবে কিছু শর্ত রয়েছে আর আমার মনে হয় তা পূরণ করা হবে। যদি তা না হয়, বৈঠকও হবে না।’ মার্কিন প্রেসিডেন্ট বলেন, এই মাসে দ্বিতীবার চীন সফরের পর থেকেই কিম জং উনের আচরণ বদলে গেছে। কেসিএনএ, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ