Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেরপুরে হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

শেরপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ মে, ২০১৮, ৭:২৭ পিএম

শেরপুরে মফিদুল ইসলাম হত্যা মামলায় মোঃ সাইফুল ইসলাম (৩০) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। এছাড়াও ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ৪ মাসের কারাদন্ডাদেশ দেয়া হয়েছে। আজ বিকেলে জনাকীর্ণ আদালতে শেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ মোসলেহ উদ্দিন এই রায় দেন। মামলার অপর আসামী করিমন নেছা ও সুফিয়া বেগমের বিরুদ্ধে দোষ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের বেকসুর খালাস প্রদান করেন।
তথ্যমতে, নকলা উপজেলায় ২০১৩ সালের ৫ জানুয়ারি সকালে একটি জিগার গাছ কাটাকে কেন্দ্র করে একই গ্রামের মফিদুল ইসলামের সাথে প্রতিপক্ষ সাইফুল ইসলামের সাথে সংঘর্ষ হয়। এসময় সাইফুল ইসলাম ধারালো অস্ত্রদিয়ে মফিদুল ইসলামকে আঘাত করে। এতে আহত অবস্থায় প্রথমে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ৫ দিন পরে চিকিৎসাধীন অবস্থায় মফিদুল ইসলাম মারা যায়।
পরে এইঘটনায় ৪ জনকে আসামী করে নিহত মফিদুল ইসলামের বাবা কফিল মিয়া নকলা থানায় একটি মামলা দায়ের করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যাবজ্জীবন কারাদণ্ড


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ