Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাভারে চাঁদা আদায় নিয়ে কাউন্সিলরের লোকজনের সাথে ছাত্রলীগের সংর্ঘষ, আহত ২০

স্টাফ রিপোর্টার, সাভার থেকে থেকে | প্রকাশের সময় : ২২ মে, ২০১৮, ১২:০০ এএম

ঢাকার সাভারে চাঁদা আদায়কে কেন্দ্র করে কাউন্সিলরের লোকজনের সাথে ছাত্রলীগের দফায় দফায় গুলিবর্ষণ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় গ্রুপের ২০ জন আহত হয়েছে। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে। স্থানীয়রা ৫টি মটরসাইকেল পুড়িয়ে দিয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে দশটার দিকে সাভার পৌর এলাকার কাতলাপুর মহল্লার ৬নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সাত্তারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছাত্রলীগের ৫টি মোটরসাইকেল আগুন ধরিয়ে দিয়েছে কাউন্সিলরের সমর্থকরা। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানান, সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের পাশের ফুটপাতে সওজের জমিতে স্থানীয় বেশ কিছু লোকজন ব্যবসা পরিচালনা করে আসছে। তবে গত ১৫-২০ দিন যাবৎ ছাত্রলীগ নেতা টিপু ওই জমি পৌরসভার কাছ থেকে ইজারা নিয়েছে দাবী করে ব্যবসায়ীদের কাছে দশ থেকে বিশ হাজার টাকা চাঁদা দাবী করে আসছে। এক পর্যায়ে ব্যবসায়ীরা টাকা দিতে অপরাগতা প্রকাশ করলে তাদের বেশ কিছু দোকান-পাট বন্ধ করে দিয়েছে ছাত্রলীগ নেতার লোকজন। এর পর থেকেই উলাইল বাসস্ট্যান্ড এলাকার ব্যবসায়ীদের সাথে সাভার উপজেলা ছাত্রলীগ নেতাদের বিরোধ চলে আসছিল। এদিকে স্থানীয় ৬নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সাত্তার ও তার লোকজন ওই ব্যবসায়ীদের সমর্থন জানিয়ে ছাত্রলীগের সওজের জমিতে অবৈধ চাঁদা আদায়ের প্রতিবাদ করতে বলে ব্যবসায়ীদের। এরই সুত্র ধরে সাভার উপজেলা ছাত্রলীগ নেতাকর্মীরা ১৫-২০টি মোটর সাইকেলযোগে কাউন্সিলরের অফিসের সামনে হামলা চালায়। পাল্টা জবাবে কাউন্সিলরের লোকজন হামলা চালালে শুরু হয়ে যায় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া। এসময় দুপক্ষের মধ্যে গুলি বিনিময় ও দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ২০ জন আহত হয়। তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ প্রসঙ্গে ৬নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সাত্তারের পক্ষ থেকেও কোন মন্তব্য পাওয়া যায়নি। তবে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাজ্জাদ হোসেন বলেন, ছাত্রলীগ ও কাউন্সিলরের পক্ষের লোকজনের সাথে সংঘর্ষ হয়েছে। ছাত্রলীগের ৫টি মটরসাইকেল পুড়িয়ে দিয়েছে স্থানীয়রা। একজন গুলিবিদ্ধ হওয়ার খবরও পাওয়া গেছে। তবে কোন পক্ষই থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে তদন্ত করে দেখা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছাত্রলীগের


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ