Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহেশপুরে মাদকসহ ৪ ভারতীয় নাগরিক আটক

ঝিনাইদহ থেকে মোস্তফা মাজেদ | প্রকাশের সময় : ২২ মে, ২০১৮, ১২:০০ এএম

সীমান্তে বাংলাদেশীরাই মাদকের ব্যবসা করে না। সুযোগ বুঝে ভারতীয়রাও অবৈধভাবে ঢুকে মাদকের চালান পৌছে দিচ্ছে দেশের বিভিন্ন স্থানে। ঝিনাইদহের মহেশপুর উপজেলার বকনদিয়া নামক স্থান থেকে মাদকসহ ৪ ভারতীয় নাগরিককে গ্রেফতারের পর এই তথ্য সত্য বলে প্রমানিত হয়েছে। রোববার গভীর রাতে কালীগঞ্জ-জীবননগর সড়কের বকনডিয়া নামক স্থান থেকে ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশপরগুনা জেলার বনগা থানার এড়োপোতা গ্রামের কালীদাস মন্ডলের ছেলে মিন্টু মন্ডল (২৫), আনন্দ মন্ডলের ছেলে অভিজিৎ মন্ডল (২৭), সুরেন্দ্রনাথ কর্মকারের ছেলে পরিমল কর্মকার (২৭) ও সোহরাব উদ্দিন মন্ডলের ছেলে ইমরান মন্ডল (২৮) কে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে মাদক ছাড়াও বিভিন্ন চোরাই পন্য উদ্ধার করে পুলিশ। মহেশপুর থানার ওসি লস্কর জায়াদুল হক জানান, রোববার রাতে কালীগঞ্জ-জীবননগর সড়কের বকনডিয়া নামকস্থানে বাসে তলাশি চালিয়ে ৪ পাসপোর্টধারী ভারতীয় নাগরিককে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৪ বোতল ভারতীয় মদ, শাড়ি ও থ্রিপিস। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাদকসহ

৭ এপ্রিল, ২০২২
৭ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ